সেকালের হরতাল , একালের হরতাল !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২৮ মার্চ, ২০১৩, ১১:০৫:১১ রাত
সেকালের হরতাল , একালের হরতাল !!
ফিরিয়ে দাও আমার সেই জনপ্রিয় হরতালকে , যখন জনতা স্বত:স্ফুর্তভাবে অফিস-আদালত বন্ধ রেখে মিছিল করে জনসভায় যেত , গাড়ির চাকা না ঘুরিয়ে , দোকান পাট বন্ধ রেখে হরতালের সাথে একাত্ত্বতা প্রকাশ করতো ! ফিরিয়ে দাও ঐতিজ্ঝবাহী সেই হরতালকে যখন ফাকা রাস্তায় স্কুলের ছেলেরা ফুটবল-ক্রিকেট খেলতো , যখন পিকেটার রা রিক্সা না পুড়িয়ে চাকার পাম্প ছেড়ে দিতো ! ফিরিয়ে দাও সেই হরতাল , যখন বিরোধী দলের নেতারা নিজ অফিসে লুকিয়ে না থেকে রাস্তায় শান্তিপূর্ণ মিছিল -সমাবেশ করে স্বেচ্ছায় কারাবরণ করতো ! '৬৯ , '৯০,'৯৬ , '০৬ এর মত সেই স্বত:স্ফুর্ত , অহিংস হরতাল চাই , হরতালের নামে "ভয়্তাল" চাই না ! ওহে , বিরোধী দল , ভালবাসা দিয়ে জনতার মন জয় করো , আগুনের লেলিহানে পুড়িয়ে নয় ! সামনের নির্বাচনে জিততে হলে "কান পেতে মানুষের মনের কথা শোনো "! জনগনের সম্পদ ধ্বংশ করে কিভাবে তোমরা জনসেবা করবে ? "ডাইনী বুড়ির" মিষ্টি কথায় বিভ্রান্ত না হয়ে , হে আপামর জনতা তোমরা নিজেদের বিবেক-বুদ্ধি দিয়ে দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করো , একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সম্পন্ন করো ৷
হরতালের নামে তান্ডবলীলা চালিয়ে মূল্যবান হাজার হাজার কোটি টাকা নষ্ট করে স্বাধীনতা বিরোধী শত্রুরা বাংলাদেশকে ওদের মাতৃভূমি পাকিস্তানের মতো "অকার্যকর রাষ্ট্রে" পরিনত করার গভীর ষড়যন্ত্র করছে ! স্বাধীনতার পর থেকে দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতির যা ক্ষতি হয়েছে , এবারের হরতালের ক্ষতি তার চেয়ে কয়েকগুন বেশী !
তাই আসুন "একালের অগণতান্ত্রিক ধংসাত্মক হরতাল বর্জন করে , সেকালের জনপ্রিয় স্বতশ্ফুর্ততার হরতাল" গ্রহণ করি !
জয় বাংলা ৷
বিষয়: রাজনীতি
৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন