খালেদার কেন্টনমেন্ট প্রীতি !!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২৫ মার্চ, ২০১৩, ০৬:৪৮:৫৩ সন্ধ্যা

খালেদার কেন্টনমেন্ট প্রীতি !!

সরকার পতনের সব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে দিশেহারা খালেদা শেষ ভরসা সেনানিবাসের দিকে চাতক পাখির মত তাকিয়ে আছেন ! ভাবছেন '৭৫ এ জিয়া যে ভাবে ক্ষমতায় আরোহন করেছিল সেই ধরনের অলৌকিক কিছু যদি ঘটানো যেতো ! রাগে মাথার চুল ছিরছেন আর আক্ষেপ করছেন এই ভেবে যে আজ সেনানিবাসের বাসা আর ভাই সাইদ ইস্কেন্দার বেচে থাকলে এতদিনে আর্মির সাহায্যে কিছু একটা করা যেতো ! তার পরেও সিঙ্গাপুরে আই এস আই এর নির্দেশ অনুযায়ী সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এখন তিনি প্রকাশ্যে উস্কানি দিচ্ছেন ! খালেদা মনে করেন আর্মি অফিসার সব তার "দেবর আর ভাসুর" ! ডাক দিলেই ভাবি বা আপার জন্য তারা জান কুরবান করবে বলে তিনি মনে করেন ! কিন্তু খালেদা ভুলে গেছেন এই আর্মি আর সেই আর্মি নয় ! তার মনোনীত নিকট আত্বীয় অফিসারবৃন্দ ১/১১ এর সময় তাকেতো সমর্থন করেনি ,উল্টো তার দুই ছেলেকে নির্যাতন করে পঙ্গু অবস্থায় দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলো আর তাকে রাজনীতি থেকে মাইনাস করার সব ব্যবস্থাই পাকা করে ফেলেছিলো ! বগুড়ার জনসভায় তিনি যেই ভাষায় দেশের স্বাধীনতা এবং ঐক্যের প্রতিক সেনাবাহিনীকে একটি নির্বাচিত জনপ্রিয় সরকারের বিরুদ্ধে অস্ত্র ধরার উস্কানি দিয়েছেন তা এক কথায় দেশদ্রোহীতার সামিল ! যত বড় মুখ না তত বড় কথা তিনি বলেছেন তিনি সেই সভায় ! তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী এখনি ব্যবস্থা নেওয়া দরকার ! স্বাধীনতার মাস "মার্চ" আসলেই খালেদার মাথা খারাপ হয়ে যায় , কেননা এই মাসেই তার প্রানের পাকিস্তান ভেঙ্গে যায় ! সেই ভেঙ্গে যাওয়ার বেদনা এখনো তার বুকে গেথে আছে ! এই মার্চ মাসেই তিনি স্বামীকে পরিত্যগ করে প্রেমিকার টানে ঢাকা সেনানিবাসে চলে এসেছিলেন ! আর তাই এই মাসকেই তিনি বেছে নিয়েছেন মুক্তিযুদ্ধের ধারক বর্তমান সরকারের পতন ঘটিয়ে দেশকে আবার পাকিস্তান বানাবার ! কিন্তু বিবি খালেদার সেই স্বপ্ন আর পূরণ হবে না ! জামাত-শিবিরের মত তিনিও আজ গণ-ধিকৃত ! "ঘসেটি বেগমের" মত সহসাই ইতিহাসের আস্তাকুড়ে বিলীন হয়ে যাবেন !

জয় বাংলা !

বিষয়: রাজনীতি

১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File