আমি যুদ্ধাপরাধী !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২৩ মার্চ, ২০১৩, ০৪:১০:০৯ রাত
আমি যুদ্ধাপরাধী !!
আমি কুখ্যাত যুদ্ধাপরাধী ,
'৭১ এর আগস্ট পর্যন্ত পালিয়ে ছিলাম
দূর বিদেশে স্বেচ্ছা নির্বাসনে !
বঙ্গবন্ধুর তিরোধানে পেয়েছিলাম নতুন জীবন ,
জিয়া-এরশাদ-খালেদার পদলেহনে
বহাল তবিয়তে কাটিয়েছি এতটি বছর !
ভেবেছিলাম বাকী জীবনটা কাটিয়ে দিবো
সুখ শান্তি আর আনন্দ উত্সবে ৷
কিন্তু বিধি বাম ,
যুদ্ধাপরাধী মামলায় আটকে যেয়ে
পরেছি আজ গেড়াকলে !
চারিদিকে দেখছি শুধু অন্ধকার
আর আগুনের লেলিহান !
শেষ রক্ষার জন্য কতই না ষড়যন্ত্র করেছি ,
বিডিআর হত্যা , ইলিয়াস গুম , ফেলানির লাশ ,
পদ্মা সেতুর নাটক সাজিয়েছি !
তাতেও গণ-আন্দোলনের কোনো ছায়া দেখছিনা !
সাইদীর রায়ে দেশ জুড়ে তান্ডবলীলা চালিয়ে
জনগনের ঘৃনা ছাড়া কিছু পাওয়া যায়নি !
খালেদার রণদেহী হুঙ্কারেও কোনো কাজ হচ্ছেনা ,
আর্মিরাও কেমন যেনো নিরব !
"সিপাহী-জনতার" বিপ্লব যেনো আজ দিবাস্বপ্ন !
তাই অন্ধকার কারাগারে মাথা ঠুকরে নিদ্রাহীন ক্লান্ত আমি ,
রাতের আধারে বিষধর সাপের মতো "ফাসির রস্সি"
চেপে ধরে আমার গ্রীবার চারিপাশে !
চিত্কার করে ঘেমে নেয়ে উঠি ,
ক্ষমা করো প্রভু , আমি পাপী , আমি বড় পাপী !
বিষয়: সাহিত্য
৯৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন