এই ক্ষয়ক্ষতি ওরাই শোধ করবে !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২০ মার্চ, ২০১৩, ০৯:২৪:১০ রাত
এই ক্ষয়ক্ষতি ওরাই শোধ করবে !!
সাম্প্রতিক দেশে বিএনপি-জামাত এর ইসুহীন হরতালের তান্ডবলীলায় হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে এবং তা করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যেন বাংলাদেশ, সোমালিয়া-আফগানিস্তান -পাকিস্তানের মত অকার্যকর রাষ্ট্রে পরিনত হয় ! যুদ্ধাপরাধীদের বাচাঁতে জামাত-বিএনপি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যেই পরিমান রাষ্ট্রীয় সম্পদ ধ্বংশ করেছে তার পরিমান "হলমার্ক-ডেসটিনি-সোনালী ব্যঙ্ক" এর দুর্নীতির টাকার চেয়ে কয়েকগুন বেশী ! তাই দুর্নীতির জন্য হলমার্ক-ডেসটিনির কর্মকর্তাদের শাস্তির চেয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংশ করার জন্য বিএনপি-জামাতের শীর্ষ নেতৃবৃন্দের কয়েকগুন কঠিন শাস্তি হওয়া উচিত ! সরকারের উচিত এই ক্ষয়ক্ষতির টাকা হলমার্ক-ডেসটিনির মতো জামাত-বিএনপি নেতাদের বেঙ্ক একাউন্ট এবং নিজস্য সম্পদ থেকে আদায় করা ৷এখানে উল্লেখযোগ্য যে জামাত-বিএনপি নেতারা দুর্নীতির মাধ্যমে "আকাশ ছোআ" সম্পদের মালিক হয়েছে !
এদিকে অভিজ্ঞজ্বনেরা বলেন যে জামাত-বিএনপি র তান্ডবলীলায় দেশের অর্থনীতির যা ক্ষতি হয়েছে তা দিয়ে সহজেই দুইটি পদ্মা সেতু তৈরী করা যেতো !
সচেতন নাগরিক সমাজ হরতাল প্রতিরোধে বর্তমান সরকারকে কিছু উপদেশ দিয়েছে , তার একটি হলো " হরতালের ক্ষয়ক্ষতি হরতাল ডাকা দল বা জোটকে দিতে হবে " ! তাদের ব্যংক একাউন্ট এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে তা পরিশোধ করার জন্য একটি আইন জরুরি ভিত্তিতে বর্তমান সংসদে পাশ করার জন্য তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন !
জয় বাংলা !
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন