আমরা সবাই নাস্তিক !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১৭ মার্চ, ২০১৩, ১২:৫৮:১১ রাত
আমরা সবাই নাস্তিক !!
হজরতে আল্লামা মোসাম্মাত বিবি খালেদা ফরমান জারি করেছেন আমরা "ব্লগার রা " সবাই নাকি নাস্তিক ! পবিত্র নগরী সিঙ্গাপুর সফর করে "গায়েবী" ক্ষমতা বলে তিনি জানতে পেরেছেন "প্রজন্ম চত্তরের" সবাই বিধর্মী এবং নষ্ট চরিত্রের অধিকারী ! তিনি বলেছেন সিঙ্গাপুর সফরের আগে না বুঝে প্রজন্ম চত্তরের তরুনদের সমর্থন দিয়েছিলেন কিন্তু এখন তিনি তার পরিধানের কাপড়ের মত সব কিছুই স্বচ্ছ দেখছেন ! তিনি গায়েবী শক্তি বলে জানতে পেরেছেন আওয়ামী-যুবলীগের কেডার রা "নারায়ে তাকবির" দিয়ে হিন্দুদের মন্দির-ঘর বাড়ি ধ্বংশ করেছে , লুটপাট করেছে ! তিনি আরো বলেছেন বিএনপি-জামাত-শিবির এর চরিত্র আমার "ফালুর" মত পবিত্র , তাই তারা কোনো খারাপ কাঁজ করতে পারেনা ! বিবি খালেদা আরো বলেছেন যদিও তিনি গুলশান অফিসে নামাজের সময় মিটিং চালিয়ে যান , ইসলামের রীতি-নীতি না মেনে খোলা-মেলা পোশাক পরে , বিধবা হয়েও রঙিন শাড়ি পেচিয়ে জনসভায় যান , তার পরে ও সবাই তাকে পবিত্র ধর্মের সেবক হিসাবেই জানে ! তিনি গর্ব করে বলেন তার "সাজগোজ আর স্বচ্ছ " পোশাকের জন্য তরুনরা হুমড়ি খেয়ে তার সভায় আসে ! তিনি ইসলামকে হেফাজত করার জন্য তার আঁচল দিয়ে "হেফাজতে ইসলাম" তৈরী করেছেন ! তিনি গায়েবী শক্তি বলে আরো জানতে পেরেছেন যে তার অন্তরে "জান জুয়া " আর বাইরে "শহীদ জিয়া" !
তাই আসুন , নাস্তিকতা থেকে মুক্তি পাওয়ার জন্য বিবি খালেদার গুলশানের মাজারে জেযে "পানিপড়া" পান করে আসি !
জয় বাংলা !
বিষয়: রাজনীতি
১০৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন