গনহত্যা না , এটা "শত্রুহত্যা" !!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১৫ মার্চ, ২০১৩, ০২:৪৮:০৬ রাত

গনহত্যা না , এটা "শত্রুহত্যা" !!

তালেবান এবং অন্যান্য ধর্মীয় উগ্রপন্থীদের, পাকিস্তানে আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত পাখীর মত গুলি করে মারছে , তাতে সেখানকার বিরোধীদল গুলি কিন্তু এটাকে "গণহত্যা"বলে সরকারকে দোষারোপ করছেনা , উল্টো সরকারকে "বাহবা" দিচ্ছে "শত্রুহত্ত্যার" জন্য ! আর আমাদের বিরোধী দল উগ্রপন্থীদের হত্যাকান্ডকে গণহত্যা বলে সরকারের উপর দোষ চাপাচ্ছে ! আজ জামাত-শিবির যে ভাবে পুলিশ হত্যা করেছে ,পাকিস্তানে হলে এই হত্যাকান্ডের জন্য হাজারের উপর জামাত-শিবির মারা যেতো ! তাই জামাত-শিবির এর উচিত পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেওয়া বেশি না মারার জন্য ! জামাত-শিবির নিজেদেরকে "সত্যবাদী এবং ঈমানদার" হিসাবে জাহির করতে ভালবাসে ! কিন্তু গত রাতে "৭১ টিভিতে " একি দেখলাম ! বগুড়ার করতওয়া মানি-ট্রান্সফার অফিসে লুটপাটের দৃশ্য দেখেতো আমার চক্ষু ছানাবড়া ! "সত্যবাদী আলোর পথের " তরুনদের দেখলাম টাকাসহ মূল্যবান জিনিস পকেটে পুরতে ! ক্ষমতায় না যেতেই এই অবস্থা আর ক্ষমতায় গেলেতো এরা লুটপাটের রামরাজত্ব কায়েম করবে ! ধিক জামাত-শিবির ,ধিক তোমাদের ! তোমাদের এই কু-কর্মের নিন্দা জানানোর ভাষা আমার নেই ! আজ "ক্লোজ সার্কিটের ক্যামেরায় " ধরা পরেছ এই দুনিয়ায় , তাই ভেবোনা আল্লাহ-সুবানুতায়ালার চোখ কে তোমরা ফাঁকি দিয়েছো ? পরকালে এই ধংশলীলা , হত্যাকান্ড আর চুরির জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে তোমাদের জন্য !

জয় বাংলা ৷

বিষয়: রাজনীতি

১১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File