স্মৃতিময় বাংলাদেশ !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১২ মার্চ, ২০১৩, ০৬:১০:১৭ সন্ধ্যা
স্মৃতিময় বাংলাদেশ !!
অনেকদিন কাটালাম বিদেশে ,
পেয়েছিলাম সবই প্রাচুর্যময় দেশে ,
তবুও মন ভরেনি !
শুন্যতা ছিল যেন কোথায় ,
মনটা পরে আছে তাই স্মৃতিময় বাংলাদেশে ৷
আজকাল প্রতিদিন তাই মনটা উড়ে যায় ,
স্মৃতিময় ঢাকা শহরে ,
লেকের ধারে কলাবাগানের সবুজ মাঠে ,
কিংবা ধানমন্ডির আবাহনীর চত্ত্বরে ৷
কেমন করে ভুলি সেই সবুজের লীলাভূমি
পাহাড়ি চট্টলার কথা ,
পাহাড় বেষ্টিত মেডিকেল কলেজের মাঠ ,
দিশারী হোটেলের সেই রুপচাঁদা মাছ ৷
আজও ঘুম ভাঙ্গে আমার স্মৃতিময় নস্টালজিক স্বপ্নে ,
ঢাকা স্টেডিয়ামের দক্ষিনের গ্যলারিতে চিত্কার করে উঠি ,
বিজয়ের আনন্দে ৷
বিষয়: সাহিত্য
১০৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন