সেই কালজয়ী ভাষণ !!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ০৭ মার্চ, ২০১৩, ১০:১২:২৬ রাত

সেই কালজয়ী ভাষণ !!

আজ ঐতিহাসিক ৭ ই মার্চ ,

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির দিক নির্দেশনার দিন ,

বজ্রকন্ঠে মুক্তির উদ্বাত্ত আহবানের দিবস ,

নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে পরিনত করার দিন ৷

সেই কালজয়ী কাব্যিক ভাষণের অমর বাণী ,

"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম ,

এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম" এ উদ্বেলিত হয়ে ,

টেকনাফ থেকে তেতুলিয়ায় মুক্তিকামী জনতা ঝাঁপিয়ে পরেছিল ,

বাঙালির ঐতিহাসিক স্বাধীনতার যুদ্ধে ৷

সেই আগুন ঝরানো ভাষণে আরো ছিলো ,

"আমি যদি হুকুম দেবার না পারি ,

যার যা কিছু আছে তাই দিয়ে শত্রুর মোকাবিলা করো " ৷

তার পরে ও কি অপেক্ষা ছিল কোনো অজানা ব্যক্তির কাছ থেকে ,

"স্বাধীনতার ঘোষণা" শোনার !

বিষয়: সাহিত্য

১০৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File