'৬৯ এর গণ-আন্দোলন এবং তরুণ নেতৃত্ব ৷
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ০৫ মার্চ, ২০১৩, ১২:২১:৫০ দুপুর
'৬৯ এর গণ-আন্দোলন এবং তরুণ নেতৃত্ব ৷
শাহবাগের নতুন প্রজন্মের আন্দোলন দেখে '৬৯ এর গণ-আন্দোলনের কথা মনে পরে যায় ৷ সেই আন্দোলনেও কিন্তু নেতৃত্ব দিয়েছিল তরুণ ছাত্ররা ৷ পূর্ব পাকিস্তানের স্বায়াত্তশাসন এবং আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিলের দাবিতে ছাত্র সমাজ দুর্বার আন্দোলন করেছিল স্বৈরশাসক আইউব শাহির বিরুদ্ধে ৷ সেই দুর্বার গণ-আন্দোলনে পরিশেষে এশিয়ার লৌহ-মানব আইউব খানের পতন ঘটে , আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিল হয় এবং শেখ মুজিব "বঙ্গবন্ধু" হয়ে বীরের বেশে বেরিয়ে আসেন কারাগার থেকে৷ আর তার পরের ইতিহাস তো সবারই জানা ! ছাত্র সমাজের সেই আন্দোলনকেও মুসলিম লিগ , জামাত সহ অন্যান্য কট্টর দক্ষিনপন্থী দলগুলি ভারতের ইন্ধনে হচ্ছে বলে ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল ! সেই সময় ছাত্র সমাজের সমন্নয়কারী হিসাবে তোফায়েল আহমদের নির্দেশেই বস্তুত বেসামরিক কর্মকান্ড চলত , এমনকি বাঙালি - বিহারী দাঙ্গা নিরসনে তৎকালীন সামরিক প্রশাসক এডমিরাল আহসানকে দেখা গেছে দাঙ্গা নিরসনে তোফায়েল আহমদকে সাথে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে বেড়াতে !
সেই তোফায়েল আহমদের সংগ্রামী প্রতিচ্ছবি আমরা আজ দেখতে পাচ্ছি ডা : ইমরান সরকারের মাঝে ৷ আইউব-মোনায়েমের প্রেতাত্তারা '৬৯ এর মত এবার ও তরুনদের আন্দোলন মেনে নিতে পারছেনা , আগের মতই ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে ! '৬৯ - '৭১ এ মুসলিম লিগ-জামাতি কুলাঙ্গাররা অপপ্রচার করে সফল হয়নি , ওদের বিষ দাত ভেঙ্গে দিয়ে তরুণ রা ছিনিয়ে এনেছিল আমাদের রক্তিম স্বাধীনতা ৷ এবার ও তরুণ প্রজন্মের আন্দোলনকে কোনো অপপ্রচার ঠেকিয়ে রাখতে পারবেনা , আইউব-মোনায়েমদের প্রেতাত্তা "বিএনপি-জামাত" এর বিষ -দাত ভেঙ্গে দিয়ে "রাজাকার মুক্ত বাংলাদেশ" গড়ে , একাত্তরের অসমাপ্ত মুক্তিযুদ্ধ সম্পন্ন করবে ইনশাল্লাহ !
জয় বাংলা ৷
বিষয়: রাজনীতি
৯২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন