খালেদা জিয়া সাংবাদিকদের "বাক-স্বাধীনতা " হরণ করলেন !!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ০৩ মার্চ, ২০১৩, ১২:৪৭:৩৮ রাত

খালেদা জিয়া সাংবাদিকদের "বাক-স্বাধীনতা " হরণ করলেন !!

ষড়যন্ত্রের সিঙ্গাপুর সফর শেষে ঢাক-ঢোল পিটিয়ে খালেদা জিয়া জনাকীর্ণ সাংবাদিক সম্মেলন করলেন , তোতা পাখির মত জলজ্যন্ত মিথ্যা কথার ফুলঝুরিতে দেশবাসীকে অবাক করে, লিখিত বক্তব্য পাঠ করে সাংবাদিকদের কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে কেটে পড়লেন ! এটা করে প্রকান্তরে তিনি দেশের সাংবাদিকদের "বাক-স্বাধীনতা" হরণ করেছেন ! তথাকথিত সম্মেলন না করে "প্রেস বিজ্ঞপ্তি" আকারে তার বক্তব্য বিভিন্ন প্রেস মিডিয়ায় পাঠিয়ে দিলেই পারতেন ! আসলে খালেদা জিয়া ভালো করেই জানতেন যে তিনি ডাহা মিথ্যা কথা বলেছেন , কোনো প্রশ্নের উত্তর তার জানা ছিলনা সেই দিন ! তার বক্তব্য শুনে মনে হচ্ছিলো তিনি যেন পাকিস্তানের কোনো রাজনৈতিক দলের নেতা হিসাবে ইসলামাবাদে বসে কথা বলছেন ! আর তাইতো আত্মরক্ষার্তে পুলিশের গুলিবর্ষণ কে তিনি "গণহত্যার" সাথে তুলনা করেছেন ! এত রাক -ঢাক না করে তিনি বলে ফেললেই পারতেন যে "বাংলাদেশের পুলিশ আমার পাকিস্তানের ভাইদের" নির্মমভাবে হত্যা করেছে ! যারা একাত্তরের মত ধর্মকে পুজি করে আমাদের প্রানপ্রিয় পতাকা পুড়িয়েছে , শহীদ মিনার ভেঙ্গেছে , সংখ্যালঘুদের ঘর-বাড়ি -উপসনালয় ধংশ করেছে , পুলিশ সহ নিরস্ত্র লোকদের হত্যা করেছে , তাদের কে হানাদার পাকিস্তানি বলাই যুক্তিসঙ্গত ! আর খালেদা জিয়া তাদের পক্ষে সাফাই গেয়ে নিজেকে পাকিস্তানি হিসাবেই প্রমান করেছেন সেই দিন ! নতুন প্রজন্মের জাগরণ দেখে জামাতিদের মত খালেদা জিয়া আজ দিশেহারা আর তাই তার "ভারপ্রাপ্ত" সম্পাদকের মত পাগলের প্রলাপ বকে চলেছেন ! তার মিথ্যা কথার ফুলঝুরিতে বাংলার মানুষ আর আগের মত বিভ্রান্ত হবে না , জামাত-শিবিরের মত তাকে ও একদিন মুক্তিকামী জনতা বিচারের কাঠ-গোড়ায় দাড় করাবে !

জয় বাংলা !!

বিষয়: বিবিধ

৯৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File