আল্লাহ-সূবহানু তাল্লাহ শ্রেষ্ঠ বিচারক !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:২৬:২৯ রাত
আল্লাহ-সূবহানু তাল্লাহ শ্রেষ্ঠ বিচারক !!
সর্ব-শক্তিমান আল্লাহ তায়ালার ইচ্ছাতেই সব কিছু হয় , তিনি পরম দয়ালু , তিনি ক্ষমাশীল ৷ নিরপরাধ , নিরীহ মানুষ হত্যাকারীদের আল্লাহ-তায়ালা কখনো ক্ষমা করেন না যদি না সে একাগ্রচিত্তে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে ৷ ইতিহাসে দেখা গেছে কুখ্যাত ডাকাত ১০০ জনকে হত্যা করে পরে আল্লাহ তায়ালার নিকট অনুশোচনা , ক্ষমা প্রার্থনা করে জগত-বিখ্যাত আওলিয়া হয়ে গেছেন ! আজ বাংলাদেশে '৭১ এর যুদ্ধাপরাধীদের যেই বিচার-কার্য চলছে তা সবই সর্ব-শক্তিমান আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে , এই নরপশুরা '৭১ এ ধর্মের দোহাই দিয়ে যে ভাবে নিরীহ মানুষ হত্যা , মা-বোনের ইজ্জত লুন্ঠন করেছে আজ সেই পাপের শাস্তি পাচ্ছে ! আর এদের জন্য পরকালে আরো কঠিন শাস্তি অপেক্ষা করছে ! এরা যদি '৭১ এর অপকর্মের জন্য আল্লাহ তায়ালার নিকট তোওবা , ক্ষমা প্রার্থনা করত তা হলে তাদের কে আজকের এই অবস্থায় পড়তে হতনা ৷ সাধারণ মানুষকে মিথ্যা কথার ফুলঝুরিতে বিভ্রান্ত করা যায় , বোকা বানানো যায় কিন্তু জগতের মালিক সর্ব-শক্তিমান আল্লাহ-তায়ালাকে ফাকি দেওয়া যায় না ! আর তাই তো এই বুড়ো বয়সে এদের বাঁচিয়ে রেখেছেন জগতের মালিক , শ্রেষ্ঠ বিচারক পাপের শাস্তি ভোগ করার জন্য !
জাজাক আল্লাহ খায়ের ৷
বিষয়: বিবিধ
১৬৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন