জিয়াউর রহমান এবং কাদের সিদ্দিকী !!!!!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৩০:১৩ রাত

জিয়াউর রহমান এবং কাদের সিদ্দিকী !!!!!

ভেবেছিলাম কাদের সিদ্দিকী কে নিয়ে কিছু লিখবো না কিন্তু আজকাল তার কথা-বার্তা শুনে বাধ্য হলাম কলম ধরতে ! মুক্তিযোদ্ধা হিসাবে কাদের সিদ্দিকী এবং প্রয়াত জিয়াউর রহমান এর মধ্যে কিছুটা মিল রয়েছে ! মুক্তিযুদ্ধের সময় দু-জনই ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে আবার সময়ের বিবর্তনে দু-জনাই আজ বিতর্কিত ! '৭৫ সালে বঙ্গবন্ধুর তিরোধানের পর স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন এবং নিজ মন্ত্রী সভায় স্থান দিয়ে জিয়াউর রহমান এমনভাবে সমালোচিত হয়েছেন যে অনেকে তাকে আই এস আই এর এজেন্ট বলতেও দ্বিধা করেন নি ! অতি সম্প্রতি তত্কালিন মে:জিয়াকে লেখা কর্নেল বেগের চিঠিটি সেই সন্দেহকে আরো বেগমান করেছে ! '৭১ এ জিয়াউর রহমান পাকিস্তান হানাদার বাহিনীর নিকট এতই আস্থাবান ছিলেন যে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে পাক বাহিনী তাকেই পাঠিয়েছিল ! যেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করে জিয়া ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন , সেই বেতার কেন্দ্রটির অবস্থান আধুনিক প্রযুক্তিতে বলিয়ান পাক বাহিনী জানা সত্তেও ইচ্ছে করেই সাথে সাথে ধংশ করেনি , মে: জিয়াকে "হিরো" বানিয়ে তিন দিন পর সেই কেন্দ্রটি তারা ধ্বংশ করে ! জিয়া যদি সত্যিকারের মুক্তিযোদ্ধা হতেন তা হলে মুক্তিযুদ্ধের প্রানপ্রিয় শ্লোগান "জয় বাংলা" কে মাত্র তিন বছরের মাথায় নির্বাসনে পাঠিয়ে পাকিস্তান স্টাইলে "বাংলাদেশ জিন্দাবাদ" কে লালন-পালন করতেন না !

এবার আসি কাদের সিদ্দিকীর কথায় ৷ সম্প্রতি শুধু বিরোধিতার জন্য তিনি মুক্তিযুদ্ধের পক্ষের কিছু সম্মানিত ব্যক্তিকে "রাজাকার" বলে অভিহিত করেছেন , তাদের অপরাধ তারা দেশের ভিতরে থেকে মুক্তযুদ্ধের সময় পাক সরকারের চাকুরী করেছেন ! তার মানে, তার কথা অনুযায়ী যারা সীমান্ত অতিক্রম করেন নি তারা সবাই "রাজাকার" ! আজ মহিউদ্দিন খান আলমগীর আর আশিকুর রহমান যদি সত্যি পাকিস্থানপন্থী হতেন তা হলেতো তারা আওয়ামী লিগ না করে এম কে আনোয়ার দের মত বিএনপি-জামাত করতেন ! এখানে উল্লেখযোগ্য যে ১৯৯৬ সালে আলোরন্শৃষ্টিকারী "জনতার মঞ্চ" তৈরী করে বিএনপি সরকার পতনের আন্দোলনের রূপকার ছিলেন মহিউদ্দিন খান আলমগীর , আর সেই জন্য বিএনপি-জামাতের চক্ষুশুল হিসাবে তাকে "জেল-জুলুম" খাট তে হয়েছে কয়েকবার ! কাদের সিদ্দিকী ভারতে না যেয়ে দেশের ভিতরে থেকে যুদ্ধ করে বাহবা কুড়িয়েছেন চারিদিকে ৷ একথা বলতে দ্বিধা নেই যে '৭১ এ পাক বাহিনী ছিল ভিশন শক্তিশালী , তাদের সাড়াশি আক্রমনে পুলিশ-ইপিআর তো দুরের কথা , ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পর্যন্ত সীমান্ত অতিক্রম করে ভারতে যেতে বাধ্য হয়েছিল ৷ আর সেখানে বেসামরিক লোকদের নিয়ে গঠিত "কাদেরিয়া বাহিনী" পুরো নয় মাস পাক বাহিনীর নাকের ডগায় কি ভাবে দেশের ভিতরে থেকে যুদ্ধ করলেন , তা সত্যি ভাবনার বিষয় ? কাদের সিদ্দিকীর বর্তমান "হাল -চাল" দেখে সচেতন মহল প্রশ্ন করতে পারেন , তা হলে কাদের সিদ্দিকী কি জিয়ার মতই আই এস আই এজেন্ট হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন ? কাদের সিদ্দিকী যদি সত্যিকারের মুক্তিযোদ্ধা হতেন , তা হলে জামাতিদের "দিগন্ত" টেলিভিসনে না যেয়ে তরুণ প্রজন্মের শাহবাগ চত্তরে যেয়ে "জয় বাংলা" শ্লোগানে একাত্ততা প্রকাশ করতেন !!

জয় বাংলা ৷

বিষয়: বিবিধ

১২৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File