প্রানের "জয় বাংলা" !
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৩৪:৩২ রাত
প্রানের "জয় বাংলা" !
তুমি ছিলে মুক্তিযুদ্ধের প্রেরণা ,
তোমাকে কন্ঠে ধারণ করে ,
মুক্তিযোদ্ধারা ঝঁপিয়ে পরেছিল রনাঙ্গনে ৷
রনাঙ্গনে তুমি ছিলে বুলেটের চেয়ে শক্তিশালী ,
বজ্রকন্ঠের তোমার আওয়াজ ,
হানাদার বাহিনীকে করেছে ধরাশায়ী ৷
স্বাধীনতার পর জাতির জনকের তিরোধানে ,
"বাংলাদেশ জিন্দাবাদ" দিয়ে তোমাকে পাঠানো হলো নির্বাসনে !
আজ ছত্রিশ বছর পর পরাধীনতার জাল কেটে ,
লক্ষ কন্ঠের বজ্র ধ্বনিতে বিজয়ীর বেশে ,
তুমি ফিরে এলে প্রজন্ম চত্তরে ৷
মুহাম্মদ আলী মানিক
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন