আজকের উক্তি :

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২৫ অক্টোবর, ২০১৩, ১১:১২:৪১ রাত

আজকের উক্তি :

সোহরোওয়ার্দি উদ্যানে লোক সমাগম কম হওয়ায় খালেদা জিয়া নাখোশ ! তিনি বলেন আমাদের অফিসের সামনে চিপা গলিতে সভা করলে মনে হত "জনসমুদ্রে " ভাষণ দিচ্ছি ! এখন মনে হচ্ছে পাড়ার কোনো খেলার মাঠে আমরা সভা করছি ! আল-জাজিরাকে এই সভার ছবি না দেখানোর জন্য তিনি অনুরোধ করেছেন ! তিনি জামাত নেতাদের ধমক দিয়ে বলেছেন কোথায় তোমাদের লোকজন ? তোমরাতো বলেছিলে বঙ্গবন্ধুর ৭ মার্চের মত লোক হবে আর তারই মত আমার নির্দেশে সারা দেশ অচল হয়ে যাবে , এখন তো দেখছি সাধারণ "টোকাইরা" পর্যন্ত আমার কথা শুনছেনা ! যে ভাবে আমার প্রানের "জানজুয়া" অপদস্ত হয়েছিল এই ময়দানে ১৬ ডিসেম্বরে , সে ভাবে এত বছর পর আমিও নাজেহাল হলাম একই ময়দানে !

বর্তমান সরকারকে অবৈধ বলার পর খালেদা জিয়ার উপদেষ্টা শফিক রেহমান যখন বললেন , ম্যাডাম এটা সরকার হবেনা , এটা হবে বর্তমান সংসদ ! তখন তিনি রেগে বললেন আরে ছাপোষা উপদেষ্টা আমাকে এত বোকা ভাববেন না , আমি বুঝে শুনেই বলেছি ! সংসদ অবৈধ বললে ভাতা আর অন্যান্য সুযোগ-সুবিধা কথা থেকে পাবো ?

বিষয়: রাজনীতি

১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File