বিদ্রোহী হয়ে ডিগবাজি!!!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:০৮:৪৭ রাত
মনোনয়ন না পেলে বিদ্রোহী হয়ে ডিগবাজি দিয়ে বর্ণচরার মত দলের বিরুদ্ধাচরণ করা একটা ফ্যশন হয়ে দাড়িয়েছে বাংলাদেশের রাজনীতিতে ! মওদুদ ১৯৭৩ এ মালেক উকিলের জায়গায় নমিনেসন না পেয়ে "আওয়ামী বিরোধী" হয়ে গেছেন সেই থেকে আর কাদের সিদ্দিকীও আপন ভাই লতিফ সিদ্দিকীর আসনে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আবোল -তাবোল বকছেন ! শুধু তাই নয় আজকাল বিভিন্ন টক-শোতে তাকে আওয়ামী বিরোধীদের "লেজুর-বৃত্তি" করতেও দেখা যায় !! অথচ জিয়াউর রহমান তার অবর্তমানে তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছিলেন , জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের দুর্বার আন্দোলনে কাদের সিদ্দিকী সেই কারাদন্ড থেকে মুক্তি পান !
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন