আবার সিঙ্গাপুর !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১০ অক্টোবর, ২০১৩, ০৬:১৪:৪৬ সন্ধ্যা
আবার সিঙ্গাপুর !!
সিঙ্গাপুরে এর পূর্বে চিকিত্সা করতে যেয়ে খালেদা জিয়া সুস্থ হয়েছিলেন কিনা জানিনা , তবে দেশের পরিবেশকে তিনি অসুস্থ করে তুলেছিলেন প্রতিবারই ! তাই এবার ও তার সফরকে ঘিরে সেই আশংকা করছেন সচেতন মহল ! দেশের পরিবেশকে নষ্ট করার কিছু আলামত দেশবাসী ইতিমধ্যেই অবলোকন করেছে ৷ তার পূর্বের সিঙ্গাপুর সফরের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ হিসাবে দেশবাসী দেখেছিল হেফাজতিদের আত্বপ্রকাশ এবং তান্ডবলীলা ! সেবার সিঙ্গাপুর থেকে এসে খালেদা জিয়া আলটিমেটাম দিয়েছিলেন সরকার পতনের আর এবার সিঙ্গাপুর যাওয়ার আগেই আলটিমেটাম দিয়ে গেলেন সরকার হটানোর ! হয়তো সিঙ্গাপুর থেকে এসেই ২০০৬ এর ২৮শে অক্টোবরের মতো এবারও জামাত-হেফাজতিদের মাঠে নামিয়ে তিনি শ্লোগান দিবেন "বাঁচলে গাজী , মরলে শহীদ " ! খালেদা জিয়া ভাবছেন , আওয়ামী লীগ যে ভাবে তার "আজিজ-মার্কা" নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলেছিল , ঠিক সেই ভাবে তিনিও আন্দোলন করে , আর্মি মাঠে নামিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবেন ! কিন্তু একটি সফল গণ-আন্দোলন করতে যে ধরনের ইস্যু এবং রসদপত্র দরকার , দু:খের বিষয় ম্যাডামের তার কিছুই নেই ! আছে শুধু ফাঁকা আওয়াজ , গলাবাজি আর জামাত-শিবিরের উপর ভর করে ধংসাত্মক কার্যকলাপ ! এখানে উল্লেখযোগ্য যে ২০০৬ এর এই সময় আওয়ামী লীগের নেতৃত্তাধীন ১৪ দলের স্বর্বাত্মক আন্দোলনে "বিএনপি সরকার" ছিলো কোনঠাসা , রাস্তা-ঘাট সব ছিলো ১৪ দলের দখলে ৷ কিন্তু এবার কি তার কোনো আলামত দেখতে পাচ্ছি ? মোটেই না , দুরবিন দিয়ে ও রাস্তা-ঘাটে বিএনপির কোন কর্মীর আনাগোনা দেখা যাচ্ছেনা ! যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামাত-শিবির কর্মীদের পলায়নপর ঝটিকা মিছিল শুধু দেখা যাচ্ছে ! আর মাঝে মাঝে খালেদা জিয়া দেশজুড়ে যেই সব জনসভা করছেন তার ৬৫% জামাত-শিবিরের লোকদের মাধ্যমেই করে আসছেন ! আর তাইত বিএনপির সবশেষ সিলেটের জনসভায় দেখা গেল মঞ্চের সামনের পুরো অংশ শিবিরের দখলে , খালেদা জিয়াকে সেই দিন অনেকটা জামাতের ভারপ্রাপ্ত আমিরের মতই লাগছিল ! তার পরেও লজ্জা শরমের মাথা খেয়ে বিএনপির 'গলাবাজ' নেতারা অনবরত হুঙ্কার দিয়ে যাচ্ছেন সরকার পতনের ! পয়সা খরচ করে টক-শো আর প্রেস ক্লাবেই তাদের নিয়মিত দেখা যাচ্ছে , আর 'গাছে কাঠাল , গোফে তেল' এর মত তারা দিবাস্বপ্ন দেখছেন ২৪ অক্টোবর এর পর জনগণ মাঠে নেমে আওয়ামী লীগকে পথহারা , দেশছাড়া করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে ! কিন্তু খালেদা জিয়ার বিদেশী প্রভুরা ঠিকই বুঝতে পেরেছে যে ''বিএনপির দৌড় পার্টির অফিস পর্যন্ত আর জামাতিদের দৌড় মোল্লাদের মত মসজিদ পর্যন্ত'' ! নাশকতার মাধ্যমে দেশের পরিবেশ অশান্ত করে বর্তমান সরকারের পতন ঘটানো ছাড়া বিএনপি-জামাতের সামনে আর কোনো পথ খোলা নেই ভেবেই প্রভুদের ডাকে খালেদা জিয়া আবার সিঙ্গাপুর গেলেন , এসেই শুরু করে দেবেন হত্যা-ধংসের তান্ডবলীলা ! কিন্তু কোনো লাভ নেই ম্যাডাম , বিপুল ভোটে নির্বাচিত বর্তমান সরকার , দেশপ্রেমিক জনসাধারনদের নিয়ে প্রস্তুত আপনার আন্দোলনের দাঁত ভাঙ্গা জবাব দিতে ৷ তাই এখনো সময় আছে ষড়যন্ত্রের পথ পরিহার করে সুবোধ বালকের মত আগামী নির্বাচনে অংশগ্রহন করে দেশ আর জনগনের সেবা করুন ৷
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ,
বিষয়: রাজনীতি
১১৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন