বঙ্গবন্ধুর পথ ধরো , নির্বাচনে অংশগ্রহন করো !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২৩ আগস্ট, ২০১৩, ০২:৫৩:৪২ রাত
বঙ্গবন্ধুর পথ ধরো , নির্বাচনে অংশগ্রহন করো !!
বিএনপি নেতৃত্তাধীন বিরোধী দলের "সরকার পতনের" আন্দোলনের বর্তমান চাল-চিত্র দেখে মনে হচ্ছে "যত গর্জে , ততো বর্ষে না" ! তাদের নেত্রী দেশব্যাপী জনসভায় একটি নির্বাচিত সরকারকে মেয়াদপূর্তির পূর্বে ক্ষমতা ছাড়ার জন্য যে কতবার "আল্টিমেটাম " দিলেন তা আর বলার অপেক্ষা রাখে না ! তাদের এই গলাবাজির কারণে "আল্টিমেটাম " বাক্যটির গুরুত্ব অনেকটা ম্লান হয়ে গেছে দেশবাসীর কাছে ! বিএনপি যদি মনে করে যে তারা জনপ্রিয়তার "তুঙ্গে" আছে , তা হলেতো যে কোনো পদ্ধতির নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা উচিত , যেমনটা করেছিলেন বঙ্গবন্ধু '৭০ এর নির্বাচনে ! তখন সবাই বঙ্গবন্ধুকে ইয়াহিয়া খানের "লিগাল ফ্রেম ওয়ার্ক"(LFO) এর অধীনে নির্বাচন না করার জন্য উপদেশ দিয়েছিলো কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ বঙ্গবন্ধু বাংলার মানুষের মনের কথা বুঝেছিলেন বলে এত শর্তের মাঝেও নির্বাচন করেছিলেন এবং নির্বাচনে পূর্ব বাংলা মানুষের একচ্ছত্র রায় পেয়ে ৬ দফা তথা পূর্ণ স্বায়াত্তশাসনে বাস্তবায়নে অবিচল থাকায় ইয়াহিয়া খানের "এল এফ ও" সেদিন বানের পানির মতো ভেসে গিয়েছিলো ! তাই , বিএনপিকে উপদেশ দিচ্ছি , "বঙ্গবন্ধুর পথ ধরো , নির্বাচনে অংশগ্রহন করো" !
বিষয়: রাজনীতি
১১৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন