খুশীর ঈদ !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ০৬ আগস্ট, ২০১৩, ১০:৩১:৫৪ রাত
খুশীর ঈদ !!
রোজা শেষে এসেছে ঈদ ,
ছোট মনিদের নাইকো নিদ !
নতুন নতুন জামা পরে ,
বাড়ী বাড়ী ঘুরে ফিরে ৷
আম্মু রেধেছে বিরিয়ানী ,
আব্বু পরেছে শেরওয়ানি ,
ঈদের খুশির আমেজে ,
শত্রু-মিত্র এক হয়েছে !
সবার মুখে একই গান ,
ভুলে যাও মান-অভিমান ৷
করছে সবাই কোলা কুলি ,
নাই তো কোন দলা দলি ৷
বিষয়: সাহিত্য
৯৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন