স্বপ্ন আমার সবই পূরণ হচ্ছে !!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১৮ জুলাই, ২০১৩, ০৩:৩৭:৪৩ রাত

স্বপ্ন আমার সবই পূরণ হচ্ছে !!

'৭৫ এর পট-পরিবর্তনে ,

বিশ্বাসঘাতক , খুনি মোস্তাক -জিয়া চক্রের বদান্যতায় ,

'৭১ এর পরাজিত শক্তি চেপে বসেছিলো ,

স্বাধীন বাংলাদেশের বুকে !

৩০ লক্ষ নর-নারীর রক্তকে ভুলন্ঠিত করে ,

রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ,

লাল-সবুজ পতাকা নিয়ে ,

কুলাঙ্গাররা ঘুরেছে গাড়িতে চড়ে !

এই লজ্জা আর অপমানে রক্ত ক্ষরণ হতো

হৃদয়ের অন্তস্থলে গভীর রাতে ৷

দু:স্বপ্নে , চিত্কার করে ঘেমে নেয়ে উঠতাম প্রায়ই রজনীতে ,

কল্পনায় বিভোর হয়ে ভাবতাম এদের বিচার যদি দেখে যেতাম এই জীবনে !

আমার সেই স্বপ্ন দেরিতে হলেও আজ বাস্তবে রূপ নিচ্ছে ,

নাটের গুরু গোলাম আজম সহ যুদ্ধাপরাধীরা আজ কঠিন শাস্তি পাচ্ছে ,

শহীদ মুক্তিযোদ্ধা , বুদ্ধিজীবী সবার বিদেহী আত্মা আজ প্রশান্তি পাচ্ছে ,

বাংলাদেশ আজ কলঙ্কমুক্ত হতে যাচ্ছে ,

আমার বলার কিছু নেই , আমি পরিতৃপ্ত , আমি স্বার্থক !

বন্ধু তাই গুলি করো , মরে গেলেও আজ কোনো দু:খ নেই !!

বিষয়: রাজনীতি

৯৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File