টুকি -টাকী !

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ০৫ জুলাই, ২০১৩, ১০:০৮:০১ রাত

টুকি -টাকী !

১) গাজীপুর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের জন্য বিএনপির দাবি শুনে সত্যি হাসি পাচ্ছে ! সেনাবাহিনীর প্রতি কি প্রচন্ড আস্থা ! হায়রে , সেনাবাহিনীর উপর যদি এতই ভরসা থাকতো তবে "রেশমা" উদ্ধারে সেনাবাহিনীর কৃতিত্বকে বিএনপি খাটো করতোনা , সেনাবাহিনীকে "অকৃতজ্ঞ কুকুর" বলে কটুক্তি করতোনা ! আসলে নির্বাচনে নিশ্চিত পরাজিত হবে জেনেই বিএনপি এখন "ঘোলা পানিতে মাছ শিকারের" পায়তারা করছে ! সরকার পতনের তথাকথিত আন্দোলনের ইস্যুর জন্য বিএনপি পাগল হয়ে গেছে ৷ গাজীপুর নির্বাচনে হেরে যাওয়ার পর কারচুপি হয়েছে বলে আন্দোলনের দামামা বাজাবে তারা এব্যপারে সচেতন মহল নিশ্চিত !

২) এদিকে মিশরে "সিপাহী-জনতার" আন্দোলনে মুসলিম ব্রাদারহুড সরকারের পতনের পর বাংলাদেশে "জামাত-হেফাজতিরা" পরেছে বেকায়দায় ! তারা এতদিন মুসলিম ব্রাদারহুডের বিজয়কে নিজেদের বিজয় বলেই মনে করতো এবং স্বপ্ন দেখতো বাংলাদেশেও "তাহরীর স্কয়ারের" মত সমাবেশ করে , তথাকথিত ইসলামিক বিপ্লব ঘটিয়ে দেশে সরকার গঠন করবে ! এব্যপারে ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করে "জামাত-হেফাজতিরা" কিছুটা সফলতা ও অর্জন করেছিলো ! কিন্তু মাত্র এক বছরেই মিশরের সচেতন মানুষ বুঝতে পেরেছে যে দেশ চালনায় "মরসি সরকার" পুরোপুরি ব্যর্থ ! যেই তাহরীর স্কয়ারের লাখো সমাবেশের মাধ্যমে লৌহ-মানব হোসনে মোবারক কে মিসরবাসী ক্ষমতাচুত করেছিলো , ভাগ্যের কি নির্মম পরিহাস যে সেই একই স্থানের লাখো মানুষের আন্দোলনে মুসলিম ব্রাদারহুডের পতন হলো ! বাংলাদেশের সচেতন মানুষ মিসরের এই পরিবর্তনে উজ্জীবিত এবং তারা ও মিসরের জনসাধারণের পদাঙ্ক অনুসরণ করে মুসলিম ব্রাদারহুডের প্রেতাত্তা "জামাত-হেফাজত" এবং তাদের দোসরদের এদেশের মাটি থেকে চিরতরে বিদায় করবে !

বিষয়: রাজনীতি

১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File