গায়ে হলুদ ৷
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১৮ মে, ২০১৩, ০২:২৮:৪৯ রাত
গায়ে হলুদ ৷
হলুদ শাড়ি লাল পাড়
পায়ে আলতা গলায় হাড় ,
হলদে পাখী সেজেছে কন্যা
বাড়ীতে আজ খুশির বন্যা ৷
মুচকি হেসে ঘোমটা টেনে ,
হলুদ দিতেই ননদকে চেনে ,
লজ্জাবতীর গালেতে টোল ,
গানের সুরে বাজছে ঢোল ৷
আজ বাদে কালকে বিয়ে ,
খাঁচায় বসে বলছে টিয়ে !
গায়ে হলুদ , মিষ্টি দই ,
বিয়ে বাড়ীতে হৈ চৈ !!
বিষয়: সাহিত্য
১০৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন