শেখ হাসিনার উপর আল্লাহর রহমত আছে !
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১৭ মে, ২০১৩, ০৩:২৫:৫৯ রাত
শেখ হাসিনার উপর আল্লাহর রহমত আছে !
আল্লাহর রহমতে প্রলয়ংকরী ঘুর্নিঝর দুর্বল হয়ে বাংলাদেশের পাশ দিয়ে চলে গেছে , সেই জন্য আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া ! আসলে জননেত্রী শেখ হাসিনার উপর সর্বশক্তিমান আল্লাহতায়ালার অশেষ কৃপা রয়েছে বলে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশের মানুষ রক্ষা পেয়েছে ! বিএনপি-জামাত-হেফাজত এর "শয়্তানিক তান্ডবলীলায় " দেশের যে অফুরন্ত ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতেই সর্বশক্তিমান ঘুর্নিঝড়ের তান্ডবলীলা থেকে বাংলাদেশকে নিরাপদে রেখেছেন ! বিএনপি-জামাত-হেফাজতিরা কিন্তু মনে মনে দোআ করেছিলো যেনো ঘুর্নিঝড়ে দেশ লন্ড-ভন্ড হয়ে যায় আর লক্ষাধিক লোক মারা যায় ! তা হলে তাদের প্রচার মাধ্যম গুলো বলতো সরকার দুর্যোগ মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং ব্যর্থতা ঢাকার জন্য লাশ সমূদ্রে ফেলে দিয়েছে ! সামাজিক প্রচার মাধ্যমে গুলো অন্যান্য দেশের প্রাকৃতিক দুর্যোগের ছবি পোস্ট করে চারিদিকে শোরগোল তুলে ফেলতো আর হেফাজতিরা এটাকে সাভারের মতো আল্লাহর আর একটি গজব বলে টিপ্পনি কাট তো ! চিন্তা করুন এই হেফাজতিরা নাকি ইসলামের সেবক , ভাবতে ও লজ্জা করে কিভাবে এরা মানুষের মৃতুকে নিয়ে ঠাট্টা মশকারা করে ! আল্লাহ সুবহানুতায়ালা "শায়্তানিক অপকর্মের জন্য" আজ বিএনপি-জামাত-হেফাজতিদের এমন কঠিন শাস্তি দিয়েছেন যে , শাপলা চত্তর থেকে রাতের আধারে তারা খেয়ে আজ তারা ঘরে বসে শুধু "তওবা" করছেন ! আসলে বিএনপি-জামাত-হেফাজতিরা ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহর উপর ভরসা না করে একে অপরের উপর নির্ভর করেছিলো বলেই আজ তাদের এই করুন অবস্থা ! লজ্জা শরম থাকলে খালেদা জিয়ার উচিত "বোরকা" পরে অন্দরমহলে তজবী নিয়ে ইবাদতে মশগুল থাকা আর আল্লামা সফির ও উচিত আল্লাহর দরবারে খাস দিলে মাফ চাওয়া দেশের সম্পত্তি নষ্ট করার জন্য ! শাপলা চত্তরের লাশ নিয়ে যে ভাবে তারা মিথ্যা প্রচার করেছে তাতে পরকালে তাদের জন্য আরো কঠিন শাস্তি অপেক্ষা করছে !
"রাখে আল্লাহ মারে কে" র মত জননেত্রী শেখ হাসিনা আল্লাহর নেক বান্দা হিসাবে আরো দীর্ঘ জীবন পাবেন এবং দেশকে ইসলামের শত্রু বিএনপি-জামাত-হেফাজতিদের হাত থেকে রক্ষা করবেন , ইনশাল্লাহ !
জাজাক আল্লাহ খায়ের ৷
বিষয়: রাজনীতি
১৪৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন