মসজিদের "মাইক কে " এভাবে কলংকিত করবেন না !!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২০ এপ্রিল, ২০১৩, ০৩:০৮:২৮ রাত

মসজিদের "মাইক কে " এভাবে কলংকিত করবেন না !!

মসজিদের মাইকে সুমধুর আজানের ধ্বনি ধর্মপ্রাণ মানুষের মনকে করে আন্দোলিত , আজানের বাণী মানুষকে টেনে নিয়ে যায় মসজিদে নামাজ পড়তে , মাইকে জুম্মার খুতবা ধর্মীয় আলোকে আলোকিত করে সবাইকে ৷ সারা বিশ্বে মসজিদের মাইক সত্য প্রচার করে মানুষকে সত্যের পথে নিয়ে আসছে সেই যুগ যুগ ধরে ! পবিত্র মসজিদের মাইকে মিথ্যা -অপপ্রচার চিন্তাই করা যায় না মুসলিম বিশ্বে ! কিন্তু সব অঘটনের দেশ , বাংলাদেশে পবিত্র মসজিদের মাইকে জলজ্যন্ত মিথ্যা-অপপ্রচার করে ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করে তাই করা হয়েছে ! আস্তাগফিরুল্লাহ , এই লজ্জা রাখবো কোথায় ? চাঁদে নাকি রাজাকার সাইদী কে দেখা গেছে , এই মিথ্যা-আজগুবি খবর দিয়ে পবিত্র মসজিদের মাইকে অপপ্রচার শুরু করে ইসলাম ধর্মের শত্রু মহলটি ! তার পরের ইতিহাস তো সবার ই জানা , চারিদিকে সরকারী-বেসরকারী সম্পত্তি জালাও-পোড়াও , পুলিশ সহ নিরীহ মানুষ হত্যা করেছে চিন্নিত মহলটি ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে ! বগুড়ার সেই কালো অধ্যায়ের পর রাজশাহীর চাপাই নবাবগঞ্জে একই কায়দায় তান্ডব চালানো হয়েছে ! সর্ব শেষ মসজিদের মাইকে মিথ্যা কথা বলে লোমহর্ষক ঘটনা ঘটানো হয়েছে রাজাকার সাকা চৌধুরীর এলাকা ফটিক্চরিতে ৷ ইসলামের শত্রু জামাত-হেফাজতের কর্মীরা মাইক ব্যবহার করে যেই জঘন্য পাপ করেছে তা শয়তান "ইবলিসকে ও " হার মানিয়ে দিয়েছে ! তাই সরকারকে কাল বিলম্ব না করে এখনি "মাইক অপরাধীদের" বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি , দোষীদের মসজিদ কমিটি থেকে বাদ দিয়ে সত্যিকারের ধার্মিকদের মসজিদ পরিচালনা পরিষদে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি ৷ আর অভিযুক্ত কওমী মাদ্রাসা গুলিতে শুদ্ধি অভিযান চালিয়ে সন্ত্রাশিমুক্ত করার ও আহবান জানাচ্ছি , দেশে এত মাদ্রাসার দরকার নেই , তাই মাদ্রাসার সংখা কমিয়ে এনে "বেকার কাঠ মোল্লা " র বদলে সত্যিকারের ধার্মিক মাওলানা তৈরী করার ও উপদেশ দিচ্ছি ৷ আমাদের মনে রাখা উচিত যে বেকারত্তই সন্ত্রাসী তৈরিতে উত্সাহিত করে !

সব শেষে সবাইকে পবিত্র মসজিদকে পাক-পবিত্র রাখার জন্য আহবান জানাচ্ছি , ইসলামের শত্রু জামাত- হেফাজত কে "বিতারিত শয়তানের মত " মসজিদ থেকে বিতারিত করুন ৷

জাজাক আল্লাহ খায়ের ৷

বিষয়: রাজনীতি

১১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File