দাড়ি আর টুপি পরলেই ধার্মিক হয় না !!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১১ এপ্রিল, ২০১৩, ০৫:০৮:৪২ সকাল

দাড়ি আর টুপি পরলেই ধার্মিক হয় না !!

নবী করিম (স : ) এর মদিনায় হিজরতের ঠিক আগের রাতে মক্কায় কাফের রা এক গোপন সভায় মিলিত হয় তাকে হত্যা করার জন্য ! সেখানে হঠাত করে শশ্রুমন্ডিত নুরানী চেহারার এক ব্যক্তি এসে হাজির হলে উপস্থিত কাফের রা তাকে বুজুর্গ ব্যক্তি মনে করে সম্মানের সাথে বসতে দেন এবং হজরত মুহাম্মদ (স : )কে হত্যা করার ব্যপারে তার পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন ! এই নুরানী চেহারার ব্যক্তিটি ছিলেন আসলে মানুষরুপি "শয়তান ইবলিশ" ! আল্লাহ-তায়ালার অসীম কৃপায় সেই যাত্রায় আবু বকর সিদ্দিকিকে নিয়ে আমাদের প্রিয় নবী কি ভাবে যে রক্ষা পেয়েছিলেন তার ইতিহাস আমরা সবাই জানি ! সেই শশ্রুমন্ডিত মানুষরুপি ইবলিশের বংশধর রা আমাদের সমাজে এখনো বিদ্যমান ! এরা পবিত্র ধর্মকে নিয়ে ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করছে , ধর্ম নিয়ে ব্যবসা এবং রাজনীতি করছে প্রতিনিয়ত ! '৭১ এ মুক্তিযুদ্ধের সময় এরাই ধর্মপ্রাণ মুসলমানদের নির্বিচারে হত্যা করেছে , মা-বোনদের ইজ্জত লুট করেছে ৷ আজ দাড়ি-টুপি পরে মহা-সম্মেলনের নামে এরাই মাঠে নেমেছে সেই চিন্নিত যুদ্ধাপরাধীদের বাঁচাতে ! "আমারদেশ" পত্রিকা অফিসে এরা কম্যুনিস্ট দের সাথে গোপন বৈঠক করে , কোটি টাকার বিনিময়ে কম্যুনিস্ট দের মত "লং-মার্চ" করে দেশকে আফগানিস্তান বানাবার জন্য ! এরা মাদ্রাসা এবং ঘরে বসে যে ভাবে "আমারদেশ এবং নয়াদিগন্ত" পত্রিকার বানোয়াট সংবাদগুলো মন দিয়ে পড়ে , সেই ভাবে যদি ধর্মীয় কিতাবগুলো পড়ত তা হলে সত্যিকারের ধার্মিকের সংখা বেড়ে যেতো এই দেশে ! মানুষরুপি ইবলিশের বংশধররা আজ অহরহ হরতাল দিয়ে নিরীহ মানুষদের আগুনে পুড়িয়ে মারছে , ইট ছুড়ে "শস্যবাহী" ট্রাক চালক কে হত্যা করছে , কোমলমতি স্কুলের ছাত্র-ছাত্রীদের মারধর করছে ! ইসলামের নামে পথচারী নারীদের অপমান করতে এরা দ্বিধা করেনা , আবার "পরকিয়ার রাজা" এরশাদের হাতে পানি পান করতে এদের লজ্জা করেনা ! আজ এদের চিন্নিত করার সময় এসেছে ! সবাইকে বুঝতে হবে " দাড়ি-টুপি পরলেই ধার্মিক হওয়া যায় না " ! এরা মানুষ রুপি "শয়তান ইবলিশ", এদের কে চিরতরে সমাজ থেকে বিতারিত করতে হবে ৷

জাজাক আল্লাহ খায়ের ৷

বিষয়: রাজনীতি

১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File