লাকি নামের যদি কেউ আমার বউ থাকতো............
লিখেছেন লিখেছেন ধুমকেতু ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১২:২১ রাত
সন্ধ্যায় রুমে বসে পড়াশুনা করছিলাম। হঠাৎ কলিং বেলের শব্দ। দরজা খূলতেই দেখি আমার রুম মেট ইরেশ। সরা দেহে ক্লান্তির ছাপ। ঘামে গেঞ্জি ভিজে গেছে। মনে হলো ইরেশ বুঝি বিশ্ব জয় করে এসেছে।
শ্রান্ত ক্লান্ত ইরেশ কে জিজ্ঞাসা করলাম কি রে তোর এই অবস্থা কেন। ইরেশের চোখে মুখে গ্লানির ছাপ। উত্তর দিলো দোস্ত শাহবাগ থেকে এসেছি।
বললাম শাহবাগ থেকে এসেছিস তো এই অবস্থা কেন। উত্তর দিতে গিয়ে ইরেশের চোখে মুখে দেখি পরম তৃপ্তির ভাব। আবারো প্রশ্ন করার আগে ইরেশ বলে উঠলো লাকির সাথে টাঙ্কী মেরে এসেছি। শুনেই আমার ঘিন্না ধরে গেলো। সাথে সাথে বললাম লাকি নামের কোন মেয়ে!!! যদি আমার বউ হতো, তা হলে আজই আমি তার নাম পাল্টে দিতাম। কারণ এই নামটি জাতীয় পাপ। পাপের দরজা...................।
বিষয়: বিবিধ
১৫১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন