পশ্চিমা মিডিয়ার প্রচারনা,সৌদি কতৃপক্ষের দুর্বলতা, না হাজি নামের হাজিদের ধৈর্যচ্যুতি।

লিখেছেন লিখেছেন মহিউডীন ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩৮:০০ সন্ধ্যা

এবারের হজে দু:খ জনক দু'টি ঘটনা ঘটে গেল।যেদিন ক্রেন ভেঙ্গে মোট ১১১ জন হাজী নিহত ও ২৩৮ জন আহত হলেন(আমরা আল্লাহর জন্য এবং আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে) সেদিন ছিল প্রাকৃতিক দুর্যোগ।সরকার তাদের যথাযথ ক্ষতিপূরনের ও প্রতিশ্রুতি দিলেন।পক্ষে বিপক্ষে অনেক কথা আছে।কথায় বলে, ব্যাবসায় ভাল হলে আমার আর মন্দ হলে তোমার।সৌদি বিনলাদিন গ্রুফ বিগত দশকের পর দশক সরকারের সহযুগিতায় মক্কা ও মদিনা হারামের সম্প্রসারন, সৌন্দর্য বৃদ্ধি ও লাখ লাখ মানুষের হজ ও ওমরাহ পালনে কাজ করে আসছে।২৪ ঘন্টা কাজ করেও কাজ শেষ করা যায় না।এর মধ্যে আবার মিনায় ঘটলো আরো একটি দুর্ঘটনা।মিনায় পদদলনে ৭৬৯ জন হাজির মৃত্যুর ঘটনায় এবার ইরানকে দায়ী করেছে সৌদি গণমাধ্যম। ইরানের ৩০০ হাজি নির্দেশনা না মানায় এ দুর্ঘটনা ঘটেছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে আশরাক আল আওসাত নামে দেশটির একটি দৈনিক।আবার গুরুত্বপূর্ন ওয়েস্টার্ন মিডিয়া সৌদী প্রিন্সের লোকবহরকে রাস্তা ক্লিয়ার করার কারনে দূর্ঘটনা হয়েছে বলে জানাচ্ছে।ঠিক কি কারনে দূর্ঘটনাটি ঘটেছিল তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বেরিয়ে আসবে।মক্কায় এটিই প্রথম দুর্ঘটনা নয়। এর আগে ও বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে।নিশ্চই এগুলো ইচ্ছাকৃত ঘটনা নয়। ২০ বা ৩০ লাখ মানুষ এতটুকু যাগায়, যেখানে থাকে লোকে লোকারন্য।২০০৬ সালে ৩০৬ জন হাজি নিহত হয়েছিল মিনায়।আমি ও আমার পরিবার ছিলাম প্রত্যক্ষ সাক্ষি।তখন মিনায় এমন সম্প্রসারিত রাস্তা ছিল না।রাস্তায় ধীরে ধীরে চলা ছাড়া কোন উপায় ছিল না।একই রাস্তায় এক গ্রুফ আসতো অন্য গ্রুফ যেতো।লক্ষ লক্ষ হাজিদের প্রশাসন থেকে নিয়ন্ত্রন করা খুবই কঠি%E

বিষয়:

১০৬২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343560
২৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:১৩
343680
২৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫৮
আনোয়ার আলী লিখেছেন : সুন্দর পোষ্ট। সৌদির সরকার কোন ইসলামী সরকার নয়। নয় কোন ইসলামী প্রজাতন্ত্র। সেখানে চলছে ইয়াযীদী শাসন। হজ্ব ব্যবস্থাপনা রাজতন্ত্রের কাজ যেমন নয়, সে সাধ্যও তাদের নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File