দো'আগুলো মুখস্ত করার চেষ্টা করুন

লিখেছেন লিখেছেন মহিউডীন ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:২৩:৪৮ দুপুর

রাসূল সা: বেলেন , দো'আ হলো এবাদতের সার।রাসূল সা: দিনের অধিকা্ংশ সময় দো'আর মাধ্যমে কাটাতেন।তিনি যখন সাহাবাদের সাথে ব্যাস্ত থাকতেন তখনো কিছুক্ষন পর পর ইস্তিগফার করতেন এভাবে ,"ইসতাগফিরুল্লাহ ওয়া'তুবু ইলাইহি"।

আমরাও উঠতে বসতে ছোট ছোট দো'আগুলো পড়তে পারি।কোরআন পাঠকে জিকির বলা হয়।নামাজের সময়গুলোতে মসজিদে আযথা বসে না থেকে কোরআন পড়া উত্তম। না হলে হাত তুলে আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের কল্যানের জন্য দোয়া করতে পারি।তবে আমাদের সমাজে যে বিদা'আতি দোয়া প্রচলিত আছে সেগুলো বাদ দিতে হবে।ছহি বোখারি ও মুসলিম থেকে হাদিসগুলো অনুসরন করুন।বাজারে যে বইগুলো আছে সেখানে হক্কানি আলেমদের ও বিদা'আতিদের বই আছে। এ ব্যাপারে আপনাকে হক্কানি আলেমদের পরামর্শ নিতে হবে বাজারের বই কেনার জন্য।কোরআন হাদিসে আমাদের জ্গান খুবই কম সে জন্য কোনটা ছহি কোনটা বিদা'আত আমরা নির্নয় করতে পারবনা। এখানে আর একটি কথা উল্লেখ করা দরকার যে, আমাদের উপমহাদেশে আবার পিরের দরবার আছে যারা এর শ্রেনিবিভাগ করেছে দু'ভাবে, হক্কানি পির ও ভন্ড পির।আপনাদের অবগতির জন্য জানাছ্ছি ইসলামে "তাছাউপ" বা পির বলে কোন শব্দ নেই।আমি কোরাআন হাদিস খোঁজার চেষ্টা করেছি,সূন্নি উলামাদের স্মরনাপন্য হয়েছি ও একটাই উত্তর পেয়েছি।এ ভাগ এসেছে যা কোরআন বলেছে " মিন ওয়াহিউস সায়াতিন" আর্থাৎ শয়তানের ওহি।আল্লাহর কাছে আপনাকে সরাসরি পৌঁছতে হবে।বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সাথে আল্লাহ পর্যন্ত আর কোন পর্দা থাকে না।সুতরা্ং কোরআন হাদিসের স্মরনাপন্ন হউন ও হক্কানি আলেমদের কাছে তা'লিম নিন।আরবের মুশরিকরা ও বলতো আমারা তো লাত ,উজ্জা ও মানাতের পুজা করি না,আমরা তাদের কাছে চাই যেন তারা আমাদের আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। আজকে মুসলমানদের মাঝে এক শ্রেনীর কবর মাজার পূজারি ও পির পুজারি তৈরি হয়েছে যারা ইসলাম থেকে দূরে সরে গিয়ে লাখ লাখ মানুষকে শির্ক ও বিআ'আতের অতল গর্ভে তলিয়ে দিছছে।ইহুদি খৃষ্টানদের পাদ্রিরা যেমন মানুষের মালকে শোষন করতো , এরাও একই কায়দায় ইসলামের নামে সাধার মানুষের মাল শোষন কোরছে।অতএব এ সব থেকে দূরে থেকে ছহি পথ অনুসরন করাই আমাদের কর্তব্য। নিম্নের দো'আগুলো মুখস্ত করলে উপকৃত হবেন:

আল্লাহুম্মাজ আল কোরআনাল আজিমা রাবিয়া ক্কুলুবিনা,ওয়া নুরা আবছোয়ারিনা,ওয়াজিলা আহজানিনা,ওয়াজাহাবা হুমুমিনা ওয়া গুমুমিনা,আল্লাহুম্মা আজ্জিজনা বি আদাবিল কোরআন,ওয়া আদাবি সূন্নাতি খাইরিল আনাম,ওয়া আকরিমনা বি কারামাতিল কোরআন,ওয়া আছয়িদনা বি ছায়াদাতিল কোরআন,ওয়া শাররিকনা বি শারাফিল কোরআন,ওয়ানাজ্জিনা মিনান্নিরানি বিহুরুমাতিল কোরআন,ওয়া শাক্কেয়াতিনাল কোরআন,আল্লাহুম্মা শাক্কেয়াতিনাল কোরআন,আদখিলনাল জান্নাতা বিশাফায়াতিল কোরআন, লিজায়ালনা মিম্মাইয়্যু হিল্লু হালালাক,ওয়া ইয়্যু হাররেমু হারামাক,ওয়া ইয়া-মালু বিমোহকামি ,ওয়া ইউ'মিনু বিমুতসাবিহি,ওয়া ইয়াতলু হাক্কা তিলাওয়াতিহি আলাল ওয়াজহিল্লাজি ইউরদিকা আন্না, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া জালজালালি ওয়াল ইকরাম।ইয়া মায়্যুজিবুল মুত্তর'রা ইজা দা'আন, ওয়া ইয়াকশিফুছ্ছুয়া আন্নান্নাজা ইয়াছআলুকা ইয়া রাব্বানা বিছলিকাল কাবিরিল মুতাআলি আল্লাজি মালাআল আরকানা কুল্লাহা ,আন্তাকশিপা আন্না ওয়াআন জামিয়িল মুসলিমিনা মিন শাররিল বালা'আ, রাব্বানাকশিপ আন্নাল আজাবা ইন্না মু'মিনুন , ইয়া রফেয়াছ্ছামায়ি বিলা হামাদ,ইয়া-রফা আন্না মিনাল বালায়ি মা না'য়লাম, ওয়ামা না'য়লাম ওয়ামা আনতা বিহি আ'য়লাম, ইন্নাকা আন্তাল্লাহুল আ-আজ্জুল আকরাম,আল্লাহুম্মা ফারেজাল হাম্মি , ক্কাশেফাল গাম্মি,মুজিবা দাওয়াতিল মুত্ত্বাররিন,রাহমানাদ্দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া রাহিমাহুমা।আল্লাহুম্মা ফাররিজিল হাম্মায়ানিল মাহমুমিনা মিনাল মুসলিমিন,ওয়া নাফ্ফিছিল ক্কারবায়ানিল মাক্করুবিনা মিনাল মুসলিমিন,ওয়া বুক্কা আছরাল মা'ছুরিনা মিনাল মুসলিমিন,ওয়াহকিল দিমাআল মুসলিমিন,আল্লাহুম্মাহকিল দিমাআল মুসলিমিন, ফি বা্ংলাদেশ, ওয়া ফি সিরিয়া,ওয়া ফি ফিলিস্তিন,ওয়া ফি ইরাক ,ওয়া ফি ক্কুল্লি মাকানি ইউহারাবু ফিহিল ইসলাম।আল্লাহুম্মা আল্লিফ বাইনা ক্কুলুবিল মুসলিমিন,ওয়া আছলেহ যাতা বাইনিল মুসলিমিন,ওয়া আছলেহ হুক্কানুল মুসলিমিন,ওয়া আছলেহ শাবাবাল মুসলিমিন,ওয়া বানাতিল মুসলিমিন,ওয়া নিসায়াল মুসলিমিন,আল্লাহুম্মা আছলেহলানা দিনানাল্লাজি ওয়া আসমাতু আমরিনা,ওয়া আছলেহলানা দুনিয়ানাল্লাতি ফিহা মায়াসুনা ,ওয়া আছলেহলানা আখেরাতানাল্লাতি ইলাইহা মা'য়াদুনা,ওয়া জায়ালিল হায়াতা জিয়াদাতাল্লানা ফি ক্কুল্লি খাইর,ওয়া জায়ালিল মাওতা রাহাতাল্লানা মিন ক্কুল্লি সার, আহয়িনা মা আলিমতাল হায়াতা খাইরাল্লানা ,ওয়া তাওয়াফ্ফানা মা আলিমতাল ওয়াফাতা খাইরাল্লানা,ইয়া ক্কাশিয়াল ইজামি লাহমান বা'য়দাল মাওত,হাউয়িল আলাইনা ছাক্কারাতিল মাওত,কামা নাছআলুকা তাওবাতান ক্কাবলাল মাওত,ওয়া রাহাতান এনদাল মাওত,ওয়া মাগফেরাতান বা'য়দাল মাওত,ওয়া আফুয়্যান এনদাল হিসা্বি। ওয়া আমানান মিনাল আজাব। আল্লাহুম্মা ইন্না নাছআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস , ওয়া নাউজুবিকা মিন ছাখাতিকা ওয়ান্নার,আল্লাহুম্মারদো আন্না ওয়াআলা তোয়াতিকা আয়িন্না,ওয়ামিন সাররি খ্খালকিকা ছাল্লিমনা , ওয়ালি গাইরিকা লা তাক্কিলনা ,আল্লাহুম্মা লে গাইরিকা লা তাক্কিলনা , ইয়া রজায়াল মুজনিবিন , ইয়া হায়্যু ইয়া ক্কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগিছুন, আল্লাহুম্মা ছল্লিয়ালা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মদ কামা ছল্লাইতা আ'লা ইবরাহিম ওয়ালা'আলি ইবরাহিম ইন্নাকা হামিদুম্মাজিদ।আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মদ কামা বারাকতা আ'লা ইবরাহিম ওয়া আ'লা আলে ইবরাহিম ইন্নাকা হামিদুম্মাজিদ।

বিষয়: বিবিধ

২০৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File