আমার মনের গহীনে আল্লাহ ( ইসলামি গান)

লিখেছেন লিখেছেন মহিউডীন ২৮ জানুয়ারি, ২০১৪, ১২:০৭:১৫ রাত

আমি মাঝে মাঝে আনমনা হই , শুধু তোমার মাঝে ডুবে রই

আমি মাঝে মাঝে আনমনা হই , শুধু তোমার মাঝে ডুবে রই

আমি মাঝে মাঝে আনমনা হই------

তুমি সাঁঝের বেলা,খোলা জানালতে- তুমি বিকেল বেলা নীল আকাশে, তুমি সাঁঝের বেলা,খোলা জানালতে- তুমি বিকেল বেলা নীল আকাশে-সব কল্পনা আল্পনা জুড়ে শুধু-ই তুমি,স্বপ্ন জুড়ে অথৈ--- আমি মাঝে মাঝে আনমনা হই , শুধু তোমার মাঝে ডুবে রইআমি মাঝে মাঝে আনমনা হই , শুধু তোমার মাঝে ডুবে রই

আমি মাঝে মাঝে আনমনা হই------

তুমি নামাজ মাঝে শেষে মুনাজাতে,তুমি পড়ার টেবিলে সন্ধারাতে - তুমি নামাজ মাঝে শেষে মুনাজাতে,তুমি পড়ার টেবিলে সন্ধারাতে , তুমি উদাস দুপুরে আমার হৃদয়ে-- একান্ত প্রিয় বই--আমি মাঝে মাঝে আনমনা হই , শুধু তোমার মাঝে ডুবে রই ,আমি মাঝে মাঝে আনমনা হই , শুধু তোমার মাঝে ডুবে রই

আমি মাঝে মাঝে আনমনা হই------

তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল,এই মনের নাওয়ে উড়াও স্বপ্নের পাল- তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল,এই মনের নাওয়ে উড়াও স্বপ্নের পাল, তাই আল্লাহ তোমাকে-- মনের গহীনে-- যতন করে লই--আমি মাঝে মাঝে আনমনা হই , শুধু তোমার মাঝে ডুবে রই ,আমি মাঝে মাঝে আনমনা হই , শুধু তোমার মাঝে ডুবে রই

আমি মাঝে মাঝে আনমনা হই------

বিষয়: বিবিধ

২৪৩৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168664
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০১:২০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মাশা আল্লাহ অনেক সুন্দর
169049
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
আবু আশফাক লিখেছেন : ভিডিও দিলেও আমরা সূর করে গাইতে পারতাম!!

170251
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩২
মহিউডীন লিখেছেন : ধন্যবাদ।কাছের গানের শিল্পীর সহযোগিতা নিতে পারলে গাইতে পারবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File