মরনের পরে ( ইসলামি গান)
লিখেছেন লিখেছেন মহিউডীন ২৭ জানুয়ারি, ২০১৪, ০১:২৫:০৫ দুপুর
মরনের পরে আমায় প্রশ্ন করবে তিন।কে তোমার রব? কে তোমার রাছুল? কি তোমার দ্বীন?-- আমি বলবো-হৃদয়ের কাছে নাও না জেনে--ওখানে এঁকে রেখেছি তোমার আদেশের রুপ সারাটি জীবন-- মরনের পরে আমায় প্রশ্ন করবে তিন।কে তোমার রব? কে তোমার রাছুল? কি তোমার দ্বীন?
প্রশ্ন করবে আমায়- কি করেছ সারাটি জীবন?-বলবো আমি নাও না জেনে-তোমার রক্ষিত দু'জনের মন- তোমার ভালবাসায় জীবন দিয়েছি-কাব্য লিখেছি সারাটি জীবন-জীবন দিয়েছি মানুষের তরে-মরনের পরে আমায় প্রশ্ন করবে তিন।কে তোমার রব? কে তোমার রাছুল? কি তোমার দ্বীন?
প্রশ্ন করবে আমায় বিনিময়ে কি চাও তুমি? বলবো আমায় ক্ষমা করে দাও হে প্রভু? স্হান করে দাও তোমার অতি নিকটে-যেখানে তোমার রাসূল-যেখানে তোমার সন্তোষ।মরনের পরে আমায় প্রশ্ন করবে তিন।কে তোমার রব? কে তোমার রাছুল? কি তোমার দ্বীন?
বিষয়: বিবিধ
১৩২১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন