মরনের পরে ( ইসলামি গান)

লিখেছেন লিখেছেন মহিউডীন ২৭ জানুয়ারি, ২০১৪, ০১:২৫:০৫ দুপুর



মরনের পরে আমায় প্রশ্ন করবে তিন।কে তোমার রব? কে তোমার রাছুল? কি তোমার দ্বীন?-- আমি বলবো-হৃদয়ের কাছে নাও না জেনে--ওখানে এঁকে রেখেছি তোমার আদেশের রুপ সারাটি জীবন-- মরনের পরে আমায় প্রশ্ন করবে তিন।কে তোমার রব? কে তোমার রাছুল? কি তোমার দ্বীন?

প্রশ্ন করবে আমায়- কি করেছ সারাটি জীবন?-বলবো আমি নাও না জেনে-তোমার রক্ষিত দু'জনের মন- তোমার ভালবাসায় জীবন দিয়েছি-কাব্য লিখেছি সারাটি জীবন-জীবন দিয়েছি মানুষের তরে-মরনের পরে আমায় প্রশ্ন করবে তিন।কে তোমার রব? কে তোমার রাছুল? কি তোমার দ্বীন?

প্রশ্ন করবে আমায় বিনিময়ে কি চাও তুমি? বলবো আমায় ক্ষমা করে দাও হে প্রভু? স্হান করে দাও তোমার অতি নিকটে-যেখানে তোমার রাসূল-যেখানে তোমার সন্তোষ।মরনের পরে আমায় প্রশ্ন করবে তিন।কে তোমার রব? কে তোমার রাছুল? কি তোমার দ্বীন?

বিষয়: বিবিধ

১৩২১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168535
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩১
লোকমান লিখেছেন : ভাই গানটি আপনার কন্ঠে শুনতে ইচ্ছে করছে।
168549
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
168571
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৩
বিন হারুন লিখেছেন : ভালো লাগল, পিলাচ Rose Rose Rose
168607
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ।বেশ ভালো লাগলো Thumbs Up Praying
168618
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩০
মহিউডীন লিখেছেন : আপনাদের ও অশেষ ধন্যবাদ।আমি এ ছোট ছোট গান গুলো আমার দু'টো ছোট মনি যারা ইলিমেন্টারিতে পড়ে তাদের জন্য রচনা করি।গীত ও সূর আমি ধরিয়ে দেই ওরা অবসর সময়ে গুনগুনিয়ে গায় যা আমাকে আরো উৎসাহিত করে। আপনারাও ছোটমনিদের এভাবে গড়ে তুলতে পারেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File