রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৬ তাহের হত্যা রায়ে শিবির সভাপতি খালাস

লিখেছেন লিখেছেন সবুজ ২৩ এপ্রিল, ২০১৩, ০৫:৩৯:২০ বিকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর দুজনকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টে যে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রইল তাঁরা হলেন তাহেরের একসময়ের ছাত্র ও পরে বিভাগীয় সহকর্মী মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং তাহেরের বাসভবনের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর অওয়।মীলীগ এর ওয়ার্ড সভাপতি রাজশাহী শহর শাখা.

http://www.prothom-alo.com/detail/date/2013-04-22/news/346662

আমার এলাকার সবচে ভদ্র ও ভালো ছেলে টা শিবির সভাপতি.

আমি কখনো দেখিনাই তারা টেন্ডার বাজি , চাদা বাজি , করছে

কিন্তু ছাত্রলীগ কে দেখছি মাছের ঝুরি নিয়ে যে মাছ বিক্রি করছে তার কাস থেকে ও চাদা নিতে , খোলা অস্ত্র নিয়ে ঘুরতে, ইভ টিজিং করতে , এলাকার সন্ত্রাসী টাই ছাত্রলীগ বা যুবলীগ করে................,





অবামিলিগ সন্ত্রাসী দল এর চাপাটি গ্রুপ হলো ছাত্রলীগ

হুজুর রা খেপছে অবামিলিগ ভাগতে সুরু করছে ........ !!

কবে জ দেকবো অওয়।মী সন্ত্রাসী মুক্ত সুখী সমৃদ্দ বাংলাদেশ........

জাগো সবাই যেখানেই এই অবামিলিগ এর সন্ত্রাসী সেখানেই প্রতিরোদ ওদের আস্তানা এই দেশে থাকতে দিয়া যাবে না........

বিষয়: বিবিধ

৩৪০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File