সখি! অনশন কারে কয়!!
লিখেছেন লিখেছেন পোস্টম্যান ৩০ মার্চ, ২০১৩, ০১:৫৫:১১ দুপুর
সকাল বেলা একটি দৈনিকের প্রথম পাতায় প্রকাশিত একটি সিঙ্গেল কলাম শিরোনাম দেখিয়া কিঞ্চিত চমকিত হইলাম। ''রুমী স্কোয়াডে অনশনকারীদের ভূরিভোজ'' একি নতুন কথা শুনিলাম আজ। অনশন শব্দের অর্থ পাল্টে গিয়েছে নাকি? হাতের কাছের সংসদ অভিধান খুলিয়া দেখিলাম। শৈলেন্দ্র বিশ্বাস অনশন শব্দের অর্থ লিখিয়াছেন, 'উপবাস'। অনশন ধর্মঘট অর্থ লিখা হয়েছে 'যে ধর্মঘটে ধর্মঘটীরা তাদের দাবীপূরণ না হওয়া পর্যন্ত অনাহারে থাকে।
কিন্তু পত্রিকার রিপোর্টে দেখা যাইতেছে, আন্দোলকারীরা দিনে কয়েক ঘণ্টা পালা করে অনশন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এরপর খাবারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের কেন্টিনে গিয়ে খাবার খাচ্ছেন। তা ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় নামীদামি রেস্টুরেন্টে গোপনে আয়োজন করা হয় ভূরিভোজের। মূল খবরটি পড়ুন এইখানে Please Click
আমাদের নতুন প্রজন্মের রুমী স্কোয়াড তাহলে এ কোন্ ধরনের অনশন শুরু করিল?
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন