দেশ কোথায় যাচ্ছে

লিখেছেন লিখেছেন নো টেনশন ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:২৪:০৫ রাত



দেশে বর্তমানে প্রতিনিয়ত কত অঘটন ঘটছে তা নিয়ে কারো কোন মাথাবেথা নেই দিনে দুপুরে মানুষ খুন হচ্ছে বিচার হচ্ছে না মানুষ গুম হয়ে যাচ্ছে আইন বাহিনি কিছু করতে পারছে না আর এত জামেলার মধ্যে ১৯৭১ সালের একটি ফেলে আসা ঘটনাকে কেন্দ্র করে দেশে আবার একটি যুদ্ধ লাগানোর পরিস্থিতি তৈরী করা হচ্ছে । যার যার দলের মানুষ নিয়ে আন্দোলন করে সাধারন জনগনের নামে চালিয়ে দেওয়া হচ্ছে অথচ সাধারন মানুষ সাধারন ভাবেই আছে যারা শাহবাগে আন্দোলন করছেন তাদের বলছি

শাহবাগ সহ সারা দেশে আন্দোলনে নেমেছে কত লক্ষ মানুষ

৫ লক্ষ, ১০ লক্ষ, ২০ লক্ষ, ধরে নিলাম ৫০ লক্ষ হবে

ভেবে দেখুন দেশের বাকি ১৫ কোটি ৫০ লক্ষ মানুষ

প্রতিহিংসার বিচারের নামে দেশে কোন অরাজকতা দেখতে চায়না যে বিচার ৭২ সালে করার দরকার ছিল, তখন বিচার না করে জামাতকে সুযোগ দিয়েছেন এখন তারা অনেক শক্তি সঞ্চয় করেছে । দেশের সাধারন মানুষের কাছে তারা গ্রহনযোগ্যতা অর্জন করেছে। কারন ১৯৭২ সালের এর পরে তারা এমন কোন খারাপ কাজ করেনি যার জন্য তাদের নামে মামলা হয়েছে বরং অন্য সব রাজনৈতিক নেতার নামে দুর্নীতি সহ অনেক মামলা হয়েছে কিন্তু জামাতের কারো নামে কোন মামলা হয়নি ১৯৭১ সালে তারা অপরাধ করেছিল মানলাম কিন্তু তখন তাদের ক্ষমা করে দেওয়া হয়েছিল। তারা যদি এর পরে আবার কোন অপরাধ করতো তাহলে তাদের শাস্তি দেওয়া দরকার ছিল কিন্তু তারা আর কোন অপরাধ করেনি বরং সত্যিকারের ভাল মানুষের পরিচয় দিয়েছে । ৭২-এ যেহুতু তাদের শাস্তি মওকুফ করা হয়েছে এখন আবার তা টেনে এনে দেশের শান্তি নষ্ট করা হচ্ছে কেন। প্রতিহিংসা বাদ দিয়ে দেশের উন্নয়ন করুন দেশের জনগনের কথা ভাবুন।

বিষয়: বিবিধ

১২১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File