আমি কি সত্যি পাগল?
লিখেছেন লিখেছেন আমার দেশ ভাবনা ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২০:২০ রাত
আমি যখন বাংলাদেশের রাজনিতি নিয়ে চিন্তা করি তখন আমার আর মাথা ঠিক থাকে না। আমার মনে হয় তখনি আমি যদি ঐ হাসিনা, খালেদার পরিবার তন্ত্র নিজ হাতে ধংশ করে আওয়ামী লীগ এবং বি এন পি বন্ধ করে দিতে পারতাম। কতইনা ভাল হত! ছাত্রলীগ ছাত্রদল শিবির বন্ধ করে এটি নির্দলীয় ছাত্র রাজনৈতিক দল গঠন করতাম। ছাত্রদের ব্যাবহার করে আর কোন রাজনিতি হতে দেওয়া যায় না। কত রকম সব উৎভট ভাবনা এসে আমাকে গ্রাস করে ফেলে। আমি আর বেশি কিছু ভাবতে পারি না। আমার মস্তিক আর কাজ করতে চায় না। কি যে করি। আল্লাহ আমায় মুক্তি দাও। আর তখন ই আমি মুক্তি পাব যখন আমার দেশের মানুষ গুলো আর নির্যাতিত হবে না।
যখন দুর্নিতি ০% এ নেমে আসবে।
আল্লাহ সব যেন ঠিকই থাকে।
বিষয়: রাজনীতি
১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন