মুরসি ও ওনার সমর্থকরা কারো না শুধু আমার ভাই বোন

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৪ জুলাই, ২০১৩, ০৭:০৩:৫৩ সন্ধ্যা

মুরসি ও ওনার সমর্থকরা কারো না শুধু আমার ভাই বোন



" এক মুসলমান অপর মুসলমানের ভাই"

"মুসলমানরা পরস্পর একটি দেহের ন্যায় যার একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে অপর অঙ্গে ব্যথা অনুভুত হয়"

যাদের দেখেনি, যাদের মধ্যে আলাদা করে কাউকে চিনি না , বা তারাও কেউ আমার রক্তেরআপনজন ও না কিন্তু আকাশের কান্নার সাথে সাথে আজ সারা দিন তাদের জন্য আমার হৃদয়ের কান্নাও একাকার হয়ে যাচ্ছে। আত্নার সাথে মুরসি ও ওনার সমর্থকরা কিভাবে কবে এত খানি মিশে গেল তা আগে একটুও টের পাইনি । তা হলে কি সত্যি তারা আমার আপন ভাইয়ের চেয়েও বেশি আপন ভাই ছিল ? আমার দেহের আমার সব চেয়ে প্রিয় অঙ্গ আমার হৃদয়ের ডান ও বাম নিলয় ছিল তারা ।এখন মনে হচ্ছে , মুরসি ও ওনার সমর্থকরা কারো না শুধু আমার ভাই বোন ।

আমি মুসলমান কতটুকু হতে পেরেছি তা জানি না । কিন্তু আমার প্রান প্রিয় মুসলিম ভাইয়েরা অনেক ত্যাগ আর কোরবানী করে মিশরে ইসলামের এই কলেমার পতেকা উত্তন করেছিলেন । আজ কেন সবার হৃদয় এর ইসলামের রশি দিয়ে বাধা সেই পত পত করে উড়ন্ত পতাকা নামিয়ে ফেলা হল । কি ছিল তাদের অপরাধ । ইসলাম কে ভালবেসে কোরাআনের আইন অনুযায়ি দেশ পরিচালনা করাটাই ছিল তাদের অপরাধ ।

### মুরসির বিরদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নাই

###বিরোধী মতবাদের মুখ চেপে ধরেননি

### কোন মিডিয়া বন্ধ করেননি

**** তার অপরাধঃ তিনি ইসলামপন্থী

***তার অপরাধ তিনি ইসরাইল আমেরিকার দালালী করেন

নাই

****মুরসি প্রেসিডেন্ট হওয়ার পরদিন থেকে মিশরের সেক্যুলার মিডিয়াগুলো তার বিরুদ্ধে কাজ করেছে

**** কোন টিভি চ্যানেলও তিনি বন্ধ করেননি কিন্তু মাত্র

একদিনেই আমেরিকা ইসরাইলের মদদপুষ্ট সেনাবাহিনী ৭

টি টিভি চ্যানেল বন্ধ করেছে ।

****মুরসি প্রেসিডেন্ট হওয়ার পর তার নিজের দলের প্রধান

কার্যালয় জ্বালিয়ে দিলেও তিনি এই সব বর্বর রক্ত পিপাসু

পিশাচদের বিরদ্ধে পুলিশ লেলিয়ে দেন নি । এইসব ুলাংগারদের মাটির সাথে মিশিয়ে দিতে ইখয়ানের

কর্মীবাহিনী কি এনাফ ছিল না / ? /

ফেরাউনের কিছু প্রেতাত্মা বিনা কারণে দিনের পর দিন

তাহরির স্কয়ারে অবস্থান করে জনজীবন বিপর্যস্ত

করে ফেললেও মুরসি কেবল তাঁদের গণতান্ত্রিক অধিকারের

প্রতি শ্রদ্ধা দেখিয়ে গেছেন ।

আমার দেশের যে সব কলেমার আর ইমানের দাবিদার ভাই বোনেরা আজ ইসলাম কে ভালবেসে ঘুমাচ্ছেন তারা জেগে উঠুন । কারন মিশরে তো যুদ্ধোপরাধী , জামাত শিবির ও হেফাজতে ইসলাম ছিল না । সেখানে আজ কেন শ্যতান নামের শকুনদের এই কাল ধাবা । কোরআন এর ধারক বাহক রা যেখানে যত বেশি সচেতন হবে সেখানে শয়তান এর ফন্দিফিকির তত বেশি হবে । ইসলাম মানে শান্তি আর শইয়তান এর দালালদের কাছে সেটাই অশান্তি ।

আকাশের আছে বিশাল নীলের ভান্ডার , বাতাসের আছে প্রবাহমান ঘ্রান , অমানিশা রাত্রির ভরসা আছে জোনাকীর আলো তেমনি হে প্রভু! আমাদের জন্য আছে শুধু তোমার বিশাল রহমতের ভান্ডার , আমরা তোমার সেই রহমতের কাঙ্গাল । তাই আমরা দুনিয়ার ভিখারী নই যে অনেকের দুয়ারে দুয়ারে যাবে । আমরা তোমার সৃষ্টির সেরা জীব হিসাবে খাস করে মিশর সহ সারা বিশ্বের মুসলমানদের তোমার রহমত মাগফেরাত আর নাজাত থেকে বঞ্চিত কর না । ামাদের এই ফরিহাদ মেনে নাও গো প্রভু । আমিন সুম্মা আমিন ইয়া রহমানুর রাহিম ইয়া গাফুরুর রাহিম ।

বিষয়: বিবিধ

১৯৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File