রাজশাহীতে পুলিশের মাইর খাওয়া নিয়ে কিছু মন্তব্য, পুলিশ যে ২০০ মারলো তাইলে ২০০ পুলিশ মারা তো ফরজ হয়ে গেছে তাই না !! "যুদ্ধাপরাধীদের বিচারে কেসাস কায়েম করা হবে" ----শেখ হাসিনা।

লিখেছেন লিখেছেন সোহাগ ০১ এপ্রিল, ২০১৩, ০৭:২২:২০ সন্ধ্যা

**মদন বলেছেন: একদিনে ১০০জন মারা যাওয়াতে যখন আমরা উল্লাস করেছি, তাহলে পুলিশের মাথা ফাটানোতেও উল্লাস হোক.. তবেই না সমান সমান

হায়রে আমাদের বিবেক

*** আহমেদ রিজভী বলেছেন: পুলিশ যখন পিটায় তখন বাহ এইত বেশ হচ্ছে । আর যখন একই মাইর পুলিশ খায় তখন. . . . .! মাইর মাত্র শুরু পুলিশ যদি দালালী বন্ধ না করে তবে এইটা চইলতে থাকবে ।

***উম্মাদ এক স্বরাষ্ট্রমন্ত্রী আর কিছু দলীয় কর্মকর্তার বাড়াবাড়ির মূল্য সারা দেশের পুলিশ সদস্যদের দিতে হচ্ছে। এখন পর্যন্ত ৩০ জনের মত মারা গেছেন, ১ হাজারের বেশি আহত হয়েছেন, কয়েকজন পুলিশ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন, গতকাল একজনের দু'হাতের কবজি উড়ে গিয়েছে। সারা দেশে বদনামের ভাগী হচ্ছেন, আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত হচ্ছেন। জাতিসংঘ শান্তি মিশনে তাদের অন্তর্ভুক্তিও প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে।

দলীয় কর্মকর্তাদের অনেককেই সরকার নিজ খরচে সপরিবারে বিদেশে পুনর্বাসন করেছে। কিন্তু যে অডাসিটির তারা দেখিয়ে গেছে, তার মূল্য দিচ্ছে সাধারণ পুলিশ সদস্যরা, যারা বাস্তবে প্রত্যেকেই নিরীহ খেটে খাওয়া পরিবারের সন্তান।

**বিদ্রোহী ভৃগু বলেছেন: ঢিলটি মারলে পাটকেলটি খেতেই হয়!!!

সরকারের আর স্বরাষ্ট্রমন্ত্রীর দায় বহন করছে পুলিশ! কেন?

কেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপকে পিটালে পুলীশকে শাস্তির বদলে পুরস্কার দেয়া হয়?

কেন পুলীশ দলীয় কর্মীর মত আচরন করে?

কেন পুলিশকে তার নিজস্বতায় চলতে দেয়া হচ্ছে না।

যারা উল্লসিত হচ্ছেন তারা যেমন অপরাধী, যারা মায়া কান্না দেখাচ্ছে তারাও সমান অপরাধী!

সরকারের প্রধানতম একটা বাহিনী, সারা দেশে আইনশৃংখলা রক্ষা যাদের দায়িত্ব- তাদের দোহাই রেজাই দেন!

আবালের মত দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েও মন্ত্রনালয়ে বসে থাকে কিভাবে? পদত্যাগ করেনা কেন?

দেশকে কি পরিকল্পিত যুদ্ধাবস্থায় নেয়ার জন্যই মন্ত্রী মহোদয়ের উস্কানি!!!!!!!

ভুগছে- আম জনতা

ভুগছে সাধারন পুলিশ!!

**বিডি আমিনুর বলেছেন: সরকার পুলিশ এবং জনগনের মাঝে ফাইট লাগাইয়া মজা লুটতেছে , এর হিসাব একদিন আওয়ামী সরকারকে দিতে হবে।

বিষয়: রাজনীতি

১৩৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File