চাঁদে আজ যেন অন্তরাত্ত্বা একজনের মুখচ্ছবি দেখে আমার শরীর শিউরে উঠলো !!!
লিখেছেন লিখেছেন সোহাগ ০২ মার্চ, ২০১৩, ১১:৩৭:৩১ সকাল
সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন এ আমার বেশ কিছু আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশী থাকেন, ফজরের আগেই আমার গ্রামে ফোন আসা শুরু হয়ে গেছে ওই দেশ গুলো থেকে। সবাই সবার আত্মীয়স্বজন কে জিজ্ঞেস করছে চাঁদ দেখছে নাকি ? তৎখনাত সবাই দেখা শুরু করলো আর নিজে অজান্তেই মহান আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষনা দিতে থাকলো। আমার মা আমাকে ৫.৪৫ এ ফোন দিয়ে তাঁর মায়াবি গলায় ঘটনার বর্ননা দিতে দিতেই তার কন্ঠ রুদ্ধ হয়ে আসলো। তারাতারি বারান্দায় গিয়ে চাঁদের দিকে তাকিয়ে মুখ থেকে নিজের অজান্তেই বেরিয়ে এলো 'হাজা মিন ফাদলে রাব্বী' নিশ্চয়ই এটা আমার রবের অনুগ্রহ। সাথে সাথেই আমার এক বন্ধুকে ফোন দিলাম চাঁদ দেখার জন্য কি কেন কিছুই বললাম না, সে চাঁদ দেখেই আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলো। আমি চলে গেলাম ফজরের নামাজে । তার পর আরো অনেক প্রবাসির ফোন অনেকের কান্নাকাটি..............
আজ চাঁদে যেন অন্তরাত্ত্বা মাওলানা সাঈদীর মত একজনের মুখচ্ছবি দেখে আমার শরীর শিউরে উঠলো !
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন