ইয়াবাসহ সঙ্গীত শিল্পী পারুল আটক !!!

লিখেছেন লিখেছেন সোহাগ ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:৫৫:৫০ বিকাল



রাজধানীর সুবাস্তু নজর ভ্যালির ১০ম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ইয়াবা, মদ ও বিয়ারসহ সঙ্গীত শিল্পী পারুল এবং তার তিন সহযোগীকে আটক করা হয়েছে।

শনিবার দিনগত রাত দুইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার উপপরিচালক গোলাম কিবরিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবাস্তু নজর ভ্যালির ১০ম তলার এফ-১ ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সঙ্গীত শিল্পী পারুল মাহবুবসহ তার তিন সহযোগীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন ব্র্যান্ডের মদসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

বিষয়: বিবিধ

২৫৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File