শরীরের চেয়ে হাত লম্বা হলে তো তাকে বিকলাঙ্গ বলে "টিভির টক শোতে যারা বক্তব্য দেন তাদের মনে রাখা উচিত আদালতের হাত অনেক লম্বা"...ট্রাবুনাল

লিখেছেন লিখেছেন সোহাগ ১৭ জুলাই, ২০১৩, ০২:১৬:০২ দুপুর

আজকের রায় ঘোষনার আগে ট্রাইব্যুনালের বিচারপতি টিভি টক শো এর ব্যাপারে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন।

তিনি বলেন, "টিভির টক শোতে যারা বক্তব্য দেন তাদের মনে রাখা উচিত আদালতের হাত অনেক লম্বা" !!

বুঝলাম... আপনারা ম্যাডামের হুকুম মত আজগুবি সব স্বাক্ষ্য - প্রমানের ভিত্তিতে উদ্ভট সব রায় দিবেন, আর আমরা কিছুই বলতে পারবোনা। আরো বুঝলাম, প্রফেসর গোলাম আযম সাহেবের রায়ের পরে টক-শোতে অ্যাডভোকেট তাজুল ইসলামের জ্বালাময়ী ক্ষুরধার বক্তব্যে আপনাদের বেশ গা চুলকানী শুরু হয়েছে।

আর আপনাদের লম্বা হাতের ব্যাপারে আমাদের বেশ ভালো ধারনা আছে। যমুনা সেতুতে টোল আদায়কারির কি হাল করেছেন তা আমাদের জানা আছে।অবৈধভাবে বিমানে ফার্ষ্ট ক্লাস আসন না দেয়ায় বিমানের কর্মকর্তাদের কি হাল করেছিলেন তাও আমরা ভুলে যাইনি।

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File