তোমাদের বুলেটের চেয়ে আমাদের বক্ষ অনেক শক্তিশালীঃ সেনাবাহিনীকে বদিই
লিখেছেন লিখেছেন সোহাগ ০৬ জুলাই, ২০১৩, ১০:৩১:২০ সকাল
মিশরের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে এক জ্বালাময়ী ভাষণে মুসলিম ব্রাদারহুড প্রধান মুহাম্মদ বদিই। সেনাবাহিনীর গুলিতে ব্রাদারহুড কর্মীদের ঘটনাকে টেনে বদিই বলেন, তোমাদের বুলেটের চেয়ে আমাদের উন্মুক্ত বক্ষ অনেক শক্তিশালী।
মুহাম্মদ বদিই বলেন-আমাদের এই বিপ্লব শান্তিপূর্ণ। আমরা শান্ত থাকবো। আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন বন্দুকের গুলির চেয়েও শক্তিশালী ।
তিনি বলেন- আমরা আল্লাহর রাস্তায় শহীদ হতে প্রস্তুত।আমাদেরকে নিহত-আহত করে জেল দিয়ে লাভ হবেনা।
মু. বদিই বলেন- ‘‘হে বিপ্লবী ভাইয়েরা মাথা উচুঁ করে দাড়াও। মনে রেখ তুমি একজন মিশরের সন্তান। এবং তোমাদের প্রেসিডেন্ট হচ্ছে মুরসী । ”
সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন- আমাদের দাবী মুরসীকে সসম্মানে প্রেসিডেন্ট হিসেবে ফিরেয়ে দিতে হবে।তাহলেই কেবল আমরা আপনাদের দাবী নিয়ে আলোচনা করে সমাধানে পৌছতে পারবো।
উল্লেখ্য, শুক্রবার প্রচার হয় মুসলিম ব্রাদারহুড প্রধান গ্রেফতার হয়েছেন। কিন্তু তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ভাবা হচ্ছে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তা সামাল দিতে না পেরে সেনাবাহিনী তাকে ছেড়ে দিয়েছে।
এরপরই মু. বদিই বিক্ষোভস্থলে এসেছেন। সেখানেই বাংলাদেশ সময় রাত সাড়ে দশটার দিকেক ভাষনে বদিই এসব কথা বলেন।
http://www.bdbreaking24.com/view.php?id=3042
বিষয়: বিবিধ
১৫৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন