সত্যকে চেনো যুক্তি দিয়ে
লিখেছেন লিখেছেন সত্যের জয় ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:২৬:৫৬ দুপুর
সাহাবাগ স্কয়ারকে সতর্কতার সাথে স্বাগত।আমার বয়স ৩৭।আমার মামা পাক সেনাদের হাতে শহীদ হন। স্বাধীনতাযুদ্ধ দেখিনি,তবে প্রকৃত মুক্তিযুদ্ধাদের কথা শুনলে মনের অজান্তে চোখ ভিজে জায়।যুদ্ধাঅপরাধীর(মূল ১৯৫ যুদ্ধাঅপরাধী কোথায়??)বিচারের পক্ষে আমি।কিন্তু বিচার বিষয়টা সর্বোচ্চ পবিত্রতার সাথে সংশ্লিষ্ট (আমার জানামতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পবিত্রতা শব্দটির উদ্ভব)।সাহাবাগের জমায়েতে আমি কিছুটা সংক্ষিত এই জন্য যে,মানবতাবিরোধী(যুদ্ধঅপরাধী নয়) ট্রাইবোনালের তদন্ত কর্মকর্তার অদক্ষতা,প্রসিকিউটরের অদক্ষতা,মিথ্যা স্বাক্ষ্য অধিকন্ত দিরে পর দিন স্বাক্ষীর অনুপস্থিতিতে ইতিহাস বই (??),পেপার কাটিং নির্ভর প্রশ্নবিদ্ধ স্বাক্ষ্য নেয়ার মাধ্যমে একজন মানুষকে অপরাধী কি নিরপরাধ নির্ণয় আজকের ইলেক্ট্রনিক বিশ্বে হাস্যকর। আর এইরকম একটি বিষয়ে কাউকে জোর করে ফাসি দেয়া যাবে,তবে প্রকৃত আসামিরা পার পেয়ে যাবে( যারা বোল পাল্টে বামপন্থি,লীগ অথবা বিএনপির মত বর দলে লুকিয়ে আছে)।ফলে তার বেরূদ্ধে আর একটি পল্টন স্কয়ার হলে জাতীর জন্য খূব ভালো ফল ভয়ে আনবেনা।
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন