বাবার কাছে জা্নতে ইচ্ছে করে

লিখেছেন লিখেছেন সৈয়দ নোমান ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৩০:২৫ বিকাল

আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ১৯৯৮ সালের মে'র ৮ তারিখ ঘুমিয়েছেন চিরতরে। তখন কৈশর। জীবিত অবস্থায় মুক্তিযুদ্ধের কথা শুনেছি অনেক। খেয়াল নেই এখন। যদি আজ উনি থাকতেন তাহলে আজ বাবকে জিজ্ঞাসা করতাম‍ "বাবা আজ সবার বিচার এর দাবী উঠলেও কেন আমার প্রিয় ওই শাহবাগ থেকে কোন সরকার দলীয় রাজাকারদের নাম উঠে আসছেনা?" আমার পিতাকে প্রশ্ন করলে হয়ত জন্মদাতা কখনো আমায় রাজাকার বলতোনা। ভয় হয় এই ভেবে সরকারের বিপক্ষে বললে যদি রাজাকার হয়ে যাই!

মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আমি সরকার/বিরোধী দল সহ সকল রাজাকারের ফাসীতে একমত। তাই বলে বর্তমান সরকারের ঘাপটি মেরে থাকা রাজাকাররা বেঁচে যাবে এটা হতে পারেনা।

বিষয়: বিবিধ

৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File