মতিউর রাহমান মাদানীর কাতার সফর
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ০১ জুন, ২০১৬, ১১:৩৯:১৬ সকাল
উনি কাতারে আসবেন। অনেক কয়েকটি প্রোগ্রামে দীর্ঘ বক্তব্য রাখবেন। কিন্তু উনার নিজের কোন কথা আপনি তার বক্তব্যে পাবেননা।
উনি বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর আকীদা খারাপ বলে উল্লেখ করবেন।
দেওবন্দী উলামায়ে কিরামদের ১৪ গোষ্ঠী উদ্ধার করবেন।
ব্রেলভীপন্থীদেরও তিনি ধোলাই দেবেন।
কিন্তু তিনি কি চান, তা বলার সময় পাবেন না। কারণ অন্যের কথা বলতে বলতে উনার সময় চলে যাবে, তাই নিজের কথা বলার সুযোগ পাবেন না।
উনি যে বক্তব্য দেবেন, তার থেকে আপনি যা পাবেনঃ
১. উনার বক্তব্যে উনি প্রতিপক্ষকে গায়েল করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেবেন।
২. নিজেকে অনেক বড় মাপের আলেম বলে জাহির করবেন।
৩. নামকরা ও সর্বজন শ্রদ্ধেয় আলেমদের এমন তাচ্ছিল্যের সাথে উল্লেখ করবেন, যা সাধারণ ভদ্রতাকে হার মানাবে।
উনি যে বক্তব্য কখনো দেবেন নাঃ
১. নামায না পড়ার পরিণাম সম্পর্কে উনি কিছু বলবেন না। বরং উনি যারা নামায পড়ে তাদের নামাজের ভূল ধরবেন।
২. ইসলাম বিরুধী কোন মানুষের ব্যাপারে উনি কোন কথা বলবেন না।
৩. ধর্মনিরপেক্ষতাবাদ বা ইসলামের শত্রুদের নিয়ে উনার কোন বক্তব্য থাকবেনা।
৩. দাওয়াতে দ্বীনের ব্যাপারে উৎসাহ দিয়ে উনার কোন বক্তব্য থাকবেনা।
উনি আসবেন, চলে যাবেন, যাবার সময় মোটা অংকের বখশিশ নিয়ে যাবেন। মানুষকে বিভ্রান্ত করে যাবেন। যারা সত্যের পথে চলে তাদের মধ্য থেকে অনেকেই সে পথ ছেড়ে চলে যাবে, তার কর্তৃক বিভ্রান্ত হয়ে।
আল্লাহ আমাদের জিন ও ইনসান নামক শয়তান থেকে হেফাজত করুন। আমীন।
বিষয়: বিবিধ
১৯৫০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহই ভালো জানেন।
রমজান নিয়ে ব্লগীয় আয়োজনের প্রস্তুতি চলছে। অংশ নিতে পারেন আপনিও। বিস্তারিত জানতে-
Click this link
মন্তব্য করতে লগইন করুন