মতিউর রাহমান মাদানীর কাতার সফর

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ০১ জুন, ২০১৬, ১১:৩৯:১৬ সকাল



উনি কাতারে আসবেন। অনেক কয়েকটি প্রোগ্রামে দীর্ঘ বক্তব্য রাখবেন। কিন্তু উনার নিজের কোন কথা আপনি তার বক্তব্যে পাবেননা।

উনি বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর আকীদা খারাপ বলে উল্লেখ করবেন।

দেওবন্দী উলামায়ে কিরামদের ১৪ গোষ্ঠী উদ্ধার করবেন।

ব্রেলভীপন্থীদেরও তিনি ধোলাই দেবেন।

কিন্তু তিনি কি চান, তা বলার সময় পাবেন না। কারণ অন্যের কথা বলতে বলতে উনার সময় চলে যাবে, তাই নিজের কথা বলার সুযোগ পাবেন না।

উনি যে বক্তব্য দেবেন, তার থেকে আপনি যা পাবেনঃ

১. উনার বক্তব্যে উনি প্রতিপক্ষকে গায়েল করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেবেন।

২. নিজেকে অনেক বড় মাপের আলেম বলে জাহির করবেন।

৩. নামকরা ও সর্বজন শ্রদ্ধেয় আলেমদের এমন তাচ্ছিল্যের সাথে উল্লেখ করবেন, যা সাধারণ ভদ্রতাকে হার মানাবে।

উনি যে বক্তব্য কখনো দেবেন নাঃ

১. নামায না পড়ার পরিণাম সম্পর্কে উনি কিছু বলবেন না। বরং উনি যারা নামায পড়ে তাদের নামাজের ভূল ধরবেন।

২. ইসলাম বিরুধী কোন মানুষের ব্যাপারে উনি কোন কথা বলবেন না।

৩. ধর্মনিরপেক্ষতাবাদ বা ইসলামের শত্রুদের নিয়ে উনার কোন বক্তব্য থাকবেনা।

৩. দাওয়াতে দ্বীনের ব্যাপারে উৎসাহ দিয়ে উনার কোন বক্তব্য থাকবেনা।

উনি আসবেন, চলে যাবেন, যাবার সময় মোটা অংকের বখশিশ নিয়ে যাবেন। মানুষকে বিভ্রান্ত করে যাবেন। যারা সত্যের পথে চলে তাদের মধ্য থেকে অনেকেই সে পথ ছেড়ে চলে যাবে, তার কর্তৃক বিভ্রান্ত হয়ে।

আল্লাহ আমাদের জিন ও ইনসান নামক শয়তান থেকে হেফাজত করুন। আমীন।

বিষয়: বিবিধ

১৯৫০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370596
০১ জুন ২০১৬ দুপুর ০১:০৪
মোস্তাফিজুর রহমান লিখেছেন : উনি আসবেন, চলে যাবেন, যাবার সময় মোটা অংকের বখশিশ নিয়ে যাবেন। মানুষকে বিভ্রান্ত করে যাবেন। যারা সত্যের পথে চলে তাদের মধ্য থেকে অনেকেই সে পথ ছেড়ে চলে যাবে, তার কর্তৃক বিভ্রান্ত হয়ে। সবচেয়ে বড় কথা একজন হিন্দুস্থানী বাংলাদেশী ইসলামী ব্যক্তি, দল ও সংগঠনের বিরোধীতা করে যাবে। বতর্মান সরকারের আনুগত্য করার কথা বলে যাবে। আর কিছু বাংলাদেশেী জেনে বা না জেনেই উনার মুরিদ হয়ে যাবে।
০২ জুন ২০১৬ সকাল ১০:১১
307604
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : সত্যি বলেছেন ভাই। আল্লাহ আমাদের হেফাজত করুন।
370599
০১ জুন ২০১৬ দুপুর ০১:১৬
আবু জান্নাত লিখেছেন : ওনার এক বক্তব্যে শুনেছি: মিসরের ইখওয়ানুল মুসলিমীন ও সন্ত্রাসী গ্রুপ। ওসামা বিন লাদেন খারেজী ইত্যাদি।
আল্লাহই ভালো জানেন।

০২ জুন ২০১৬ সকাল ১০:১১
307605
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : উনি কখনো বলেন না যে উনি কে? বা উনি কি?
370609
০১ জুন ২০১৬ দুপুর ০২:৪৫
কুয়েত থেকে লিখেছেন : বুদ্ধিমানতো সে যে অন্যর প্রসংশা করে এবং নিজের মধ্যভালো কিছু থাকলে তা প্রচার করবেন। বর্তমানে মাদানি সাহেবরা রাজতন্ত্রকে স্থায়ীকরার জন্যই অন্যর সমালোচনা করেন। যা ইসলামের নীতি বিরুধী তবে শিরক বিদয়াতের কথাতো বলতেই হাব। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
০২ জুন ২০১৬ সকাল ১০:১২
307606
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : শিরক বিদায়াত নয়, জামায়াতে ইসলামীরও সমালোচনা করুন, দেওবন্দীদের সমালোচনা করুন। তাতে আপত্তি নাই। কিন্তু সমালোচনার ভাষা এবং সমালোচনা করতে গিয়ে মিথ্যার আশ্রয় গ্রহণ আপত্তিকর।
370632
০১ জুন ২০১৬ বিকাল ০৫:৫৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্তব্যটি পোস্ট রিলেটেড নয়।
রমজান নিয়ে ব্লগীয় আয়োজনের প্রস্তুতি চলছে। অংশ নিতে পারেন আপনিও। বিস্তারিত জানতে-
Click this link
370662
০১ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কথাগুলি উনাকে প্রমান করার জন্য বলা যেতে পারে!!
০২ জুন ২০১৬ সকাল ১০:১৪
307607
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : কথা হচ্ছে, যারা কাজের লোক-তারা চলে পরিকল্পনা মাফিক এবং একটি নির্দিষ্ট টাইম নিয়ে। এই অবস্থায় উনার সাথে তর্ক বা বিতর্ক করার সময় কোথায়!!!!
371146
০৬ জুন ২০১৬ দুপুর ০১:২৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : উনি তো মতিউর রহমান মাদারী !! এর চেয়ে বেশি উনার কাছ থেকে আর কি আশা করবেন?
০৬ জুন ২০১৬ দুপুর ০১:৪৯
307982
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : Good Luck
371420
০৮ জুন ২০১৬ দুপুর ০৩:২৮
মাঈনউদ্দিন মিয়াজী লিখেছেন : ওনার কাজ হচ্ছে মুসলমানদের মাঝে বিভ্রান্তি ছড়ানো। আহলে হাদিস ছাড়া সবাই ভন্ড। জাহান্নামি,মুশরিক আরো কত কি... একমাত্র তারাই জান্নাতের সার্টিফিকেটধারী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File