কাবার পথে মুরব্বীর সাথে
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:০৬:০৪ রাত
আস্সালামু আলাইকুম।
দীর্ঘদিনের অনুপস্থিতির পর এই ব্লগ পাড়ায় হাজির হলাম একটি আনন্দের খবর নিয়ে। খবরটা হলো উমরাহ পালনের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারী রওনা হচ্ছি কাবার পথে।
উমরাহ বা হজ্জের উদ্দেশ্যে এই পর্যন্ত যতবার সফর করেছি, ততবার আমি ছিলাম সাথীদের মুরব্বী বা মুরব্বীদের অন্যতম। বিধায় আমাকে অনেক দায়দায়িত্ব নিতে হয়েছে। কিন্তু এইবার ব্যতিক্রম। এইবারের উমরাহ পালনে যার সফর সঙ্গী হচ্ছি, তিনি কাতারের বাংলাদেশ কমিউনিটির একজন সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাই আমার এবারের সফর কাবার পথে মুরব্বীর সাথে।
২৫ তারিখের ফজর নামায মসজিদুল হারামে পড়ার পরিকল্পনা নিয়ে ২৪ তারিখ কাতার থেকে রওয়ানা হবো ইনশাআল্লাহ। ২৯ তারিখ মদীনাতুন্নবী হতে কাতারের উদ্দেশ্যে আবার রওয়ানা হওয়ার কথা।
আমাদের এই সফর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ইবাদত হিসাবে কবুল করেন-এই দোয়া সকলের কাছে। সবার জন্য শুভ কামনা।
বিষয়: বিবিধ
১৪৫৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি অনুমান করতে পারি আপনার সংগী মুরুব্বী কে!
আপনার মাধ্যমে তাঁকে ও অন্যদেরকে আমার সালাম ও দোয়ার দরখাস্ত পেশ করছি!
আপনাদের সফর বরকতময় হোক, আল্লাহতায়ালা কবুল করুন, আমীন!!
আমি অনুমান করতে পারছিনা আপনার সংগী মুরুব্বী কে!
দোয়া করি উত্তম সফরের জন্য।
মন্তব্য করতে লগইন করুন