ফেইস বুকের নিয়মিত বন্ধুরা কোথায়? আপনার জ্ঞাতার্থে বলছি

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ০১ মার্চ, ২০১৩, ০৯:৩০:০০ সকাল





(গতকালের গন উত্থানে যারা শাহাদাত বরণ করেছন, তাদের ২জনের ছবি)

সারা বিশ্বের মানুষের চোখ এখন ফেইস বুকের দিকে। কারণ বাংলাদেশের মিডিয়া গুলো নাস্তিকতার দোসর হওয়াতে ওদের প্রতি আর আস্তা নেই-কেউ ওদের বিশ্বাস করছেনা। এমন অবস্থায় অনেক ভাই অভিযোগ করছেন যে, যারা নিয়মিত স্টেটাস দিতেন, লাইক শেয়ার করতেন তাদের তৎপরতা ফেইস বুকে অনুপস্থিত কেন? তাদের জ্ঞাতার্থে বলছি-

যারা ফেইস বুকে হাজিরা দিতেন, তারা গতকাল সারাদিন সারারাত ছিলেন রাজপথে বা শহীদের বাড়ীতে অথবা হসপিটালে। ফেইস বুক ফ্রেন্ডসদের অনেকেই শাহাদাত বরণ করেছেন, অনেকে হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করছেন আর অনেকে আহত ও শহীদের বাড়ীতে ব্যস্ত। তাই আপাতত তাদেরকে ফেইস বুকে অনুপস্থিত পাওয়া যাচ্ছে।

সকলের জন্য দোয়া করুন এবং আপনার নিকট থাকা তথ্য ও ছবি বেশী করে শেয়ার করুন।

বিষয়: রাজনীতি

১৫৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File