২০ রাকাআত তারাবীহ-এর পক্ষে যুক্তি দলীলঃ ০৩
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৫ আগস্ট, ২০১৪, ০১:৫২:৫৯ রাত
শুরুতেই বলে রাখা ভাল যে, নিজের ইলম প্রকাশের উদ্দেশ্যে এই লিখনি নয়। কোন অহেতুক বিতর্কের মুখোমুখী হওয়াও এই লিখনির টার্গেট নয়। এই বিষয়ে ইদানিং আমি কিছু পড়ালেখা করেছি। ধারাবাহিক ভাবে সেগুলো শেয়ার করতে চাই মাত্র। ইতিমধ্যে আমরা হযরত উমর রা., হযরত উসমান রা. এবং হযরত আলী রা. এর যামানার তারাবীহ সম্পর্কে শেয়ার করেছিলাম। আজ লিখবো মক্কা ও মদীনাবাসীর তারাবীহ নিয়ে। অতএব যারা ভিন্নমত পোষন করে মন্তব্য করবেন, তারা এই মক্কা মদীনাতেই থাকবেন। প্রদত্ত দলীল বা যুক্তির অসারতা উপস্থাপন করবেন। যদি অন্য সময়ের সাথে সংশ্লিষ্ট কিছু স্টকে থাকে, তাহলে একটু অপেক্ষা করুন পরবর্তী পোষ্টের জন্য।
মক্কা মদীনা বাসীর তারাবীহ এর আমল ২০ রাকাআত-
হযরত নাফে’ রাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা. মক্কায় বিশ রাকাআত তারাবিহ পড়তেন। তবে মক্কাবাসীরা প্রতি ৪ রাকাআত পর বিরতিকালে তাওয়াফ করে অধিক সওয়াব অর্জন করতেন। মদীনাবাসীরা এটা শুনে মক্কাবাসীদের অনুরূপ সওয়াব অর্জনের উদ্দেশ্যে প্রতি ৪ রাকাআত পর ৪ রাকাআত করে বাড়িয়ে দেন। তাই ২০ রাকাআত ৩৬ রাকাআতে পরিণত হয়। (তিরমিযিঃ২০৮ পৃষ্টা)
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বর্তমানে মক্কায় ও মদীনায় তারা কত রাকাত পড়ে?
আমাদের দেশের মসজিদ সমূহের যেখানে খতম তারাবীহ হয়, সেখানেও অনেক স্থানে দুইজন ইমাম থাকেন। কিন্তু সময় লাগে ১ঘন্টার মতো ।অথচ মক্কা মদীনাতে সময় লাগে ২ থেকে আড়াই ঘন্টা।
মন্তব্য করতে লগইন করুন