বাকপ্রবাস আর আবু তাহের মিয়াজীর উমরাহ পালন
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২১ মে, ২০১৪, ০২:৪৩:১৬ দুপুর
আমাদের সুপরিচিত ও অত্যন্ত স্নেহাস্পদ ব্লগার আবু তাহের মিয়াজী আর বাকপ্রবাস-যাদের কলমের ঝংকারে মুখরিত থাকে ব্লগ পাড়া।
তারা আজ একটু পরেই রওয়ানা হচ্ছে আল্লাহর ঘর-বাইতুল্লাহ যিয়ারতের উদ্দেশ্যে-উমরাহ পালনের জন্য সড়ক পথে কাতার থেকে।
মোট ১০ দিন তারা নবীর দেশে কুরআনের দেশে অবস্থান করবেন। উমরাহ পালনের পর নবী সা. কে সালাম প্রদান আর মসজিদে নবীতে নামায পড়ার উদ্দেশ্যে মদীনাতে গমনও করবেন।
আমরা তাদের এই সফরকে মকবুল হওয়ার জন্য দোয়া করি, মাহফুজ হওয়ার জন্য দোয়া করি।
বিষয়: বিবিধ
১৪৩৭ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের তাওফিক দিন।
আমি যখন উমরাতে গেলাম, তখন মদীনা শরীফে মসজিদে নব্বীতে বসে ব্লগার শাহাদাত হোসাঈন নবী নগরীর সাথে মন খোলে অনেক্ষন কথা বললাম। হায়রে--কি আন্তুরিকতা।
দেখা করতে না পরাটা আন্তরকিতার অভাবে নয় , সময়ের অভাবে । দুঃখিত মিয়াজি ভাই আপনাকে অনেক মিস করছি ।
মন্তব্য করতে লগইন করুন