ব্লগার মইনুলের বিয়ে।
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৮ ডিসেম্বর, ২০১৩, ১১:৫৪:৫২ সকাল
ব্লগার মইনুল ইসলামের বিয়ে। গতকাল দুপুরে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলাম সিলেটে দয়ামীরে-তুরণ খান কমিউনিটি সেন্টারে।
সিলেটের অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। মইনুল ইসলাম নিঃসংগ জীবনের যবনিকা টানলেন “কবুল করিলাম” শব্দাবলী উচ্চারণের মাধ্যমে।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই যুগলদের দাম্পত্য জীবনকে করুন সুখময়, তাদের সীমাহীন প্রেমের ফসল আসুন পৃথিবীকে আলোকিত করতে।
বিষয়: বিবিধ
১৪৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন