দেশে যাবার টিকেট করলাম@দেখা হবে অনেকের সাথে
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ০৩ নভেম্বর, ২০১৩, ০২:৪১:৩৩ দুপুর
দেশে থেকে আসার অনেক দিন হয়ে গেলো। এই সময়ের সবচেয়ে বেশী সময় প্রবাসে অবস্থান। গত ১৫ই মার্চ কাতার এসেছি। আগামী ০৬ই ডিসেম্বর ইনশা আল্লাহ ঢাকা পৌছবো। হয়তোবা এই দিনই সিলেটে নতুবা ঢাকায় অবস্থান।
মাত্র ১০৫০ টাকাতে এমিরাট এয়ারলাইন্স এর টিকেট পেলাম। রিটার্ণ টিকেট। দোহা কাতারের আল রীম ট্রাভেল তাদের নতুন শাখার উদ্বোধন উপলক্ষ্যে সুযোগ দিলো, আর কিনে নিলাম। ১৫ বছরের প্রবাস জীবনে প্রথম এমিরাট এয়ারে সফর।
দেশে থাকবো ১মাস অথবা ৩মাস। একটা অপারেশন করার কথা আছে। যদি করি, তাহলে ৩মাস, নচেৎ ১মাস।
দেশে অবস্থান কালীন সময়ে সকলের দাওয়াত থাকলো শাহজালালের পূণ্যভূমি সিলেটে। আর সিলেটের জাফলং বা মাধবকুন্ডে যদি ব্লগাররা আয়োজন করেন কোন বিশেষ আয়োজন-তাহলে আধা শিক্ষিত মানুষ হাজির হবে ইনশাআল্লাহ। ঢাকার আয়োজনেও হাজির থাকতে চাই।
দেশে অবস্থান কালীন ২৪ঘন্টা অনলাইনে থাকতে চাই। এজন্য সবচেয়ে উপযোগী প্যাকেজ সম্পর্কে কেউ পরামর্শ দিলে উপকৃত হবো।
সবার জন্য থাকলো শুভ কামনা।
বিষয়: বিবিধ
১৮৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন