আল হামদু লিল্লাহ। আমি এখন সুস্থ। সবার প্রতি ভালবাসা

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৩৭:৩১ দুপুর

বৃহস্পতিবার থেকে পরবর্তী বৃহস্পতিবার পেরিয়ে জুমুয়াবার। এই ৯দিন পুরো অসুস্থ ছিলাম। এর পর সুস্থ হয়ে এখন কর্মক্ষম। মাবুদের শুকরিয়া-আল হামদু লিল্লাহ।

এই সময়ে ডাকতারের পরামর্শ মতে প্রচুর ঘুমাতে হয়েছে। তাই মোবাইল যন্ত্রকে বন্ধ রাখতে হয়েছে। অনেকেই যোগাযোগ করতে গিয়ে পাননি। মনকষ্ট পেলে ক্ষমা প্রার্থী।

ব্লগার বাকপ্রবাস, স্কাই আইল্যান্ড এবং স্ফুলিংগ সরাসরি হাজির হয়ে ছিলেন দোয়া দিতে। উনাদের প্রতি সীমাহীন কৃতজ্ঞতা। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।

আবু তাহের মিয়াজীতো বারবার যোগাযোগ করে ব্যর্থ হয়ে ফেইস বুকে ম্যাসেজ পাঠিয়ে ছিলেন বিরক্ত হয়ে। তার প্রতি সীমাহীন স্নেহ ভালবাসা। আর মাহমুদার মা নামক বস্তুটা তো টেলিফোনে না পেয়ে একদম-------।

যারাই দোয়া করলেন, ভালবাসা দিলেন তাদের সকলের প্রতি দোয়া আর ভালবাসা।

বিষয়: বিবিধ

১৮০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File