কাতারের রাজধানীতে ব্লগারদের ঈদ পূণর্মিলণীঃ প্রস্তুতির যত খরব
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ০৬ আগস্ট, ২০১৩, ০২:৪৭:২৩ দুপুর
মধ্যপ্রাচ্যের কাতার। রাজধানী দোহা সিটির প্রাণ কেন্দ্রে ঈদের পরদিন রাত ৯টায় অনুষ্ঠিত হবে কাতার প্রবাসী ব্লগার ও অনলাইন এক্টিভিস্টদের ঈদ পূণর্মিলণী।
ইতিমধ্যে এ সম্পরকিত একটা আহবান মূলক পোষ্ট প্রদান করা হয়েছে টুডে ব্লগের পাতায়।
পোষ্ট প্রকাশের পর টুডে ব্লগ কর্তৃপক্ষ তা দীর্ঘ সময় স্টিকি করে রাখাতে সবার দৃষ্টি আকর্ষিত হয়েছে। তাই টুডে ব্লগ কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
কাতারে থাকেননা এমন ব্লগারগন অনুষ্ঠানের সাফল্য কামনা করে মন্তব্য করেছেন এবং উপস্থিতির আগ্রহ ব্যক্ত করেছেন। যা আমাদেরকে সীমাহীন উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেছে। তাই সেই সব অকৃপণ ব্লগারদের প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।
কাতারে অনুষ্ঠিতব্য ঈদের পরের দিনের ঈদ পূণর্মিলণীতে কাতার প্রবাসী ব্লগারদের নাম রেজিস্টেশনের জন্য ব্লগার বাকপ্রবাসের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছিলঃ ৬৬৭৩৮০৭৬।
বাকপ্রবাসের রেজিস্টার অনুযায়ী এ পর্যন্ত যারা উপস্থিত হবেন বলে জানিয়েছেন, তারা হলেনঃ
- আবু তাহের মিয়াজী।
- আইল্যান্ড স্কাই।
- স্ফুলিঙ্গ।
- আধা শিক্ষিত মানুষ।
- ইকবাল আহমদ সিদ্দিকী।
- মোঃ মঈনুল ইসলাম।
- জাকির হোসাইন আজামী।
- হাবিবুল্লাহ।
- খন্ডিত হৃদয়ের কথন।
ঈদ পূণর্মিলণীতে যারা টেলিফোনে বা স্কাইপি মাধ্যমে কাতারের বাহির থেকে অংশ নিতে সদয় সম্মতি প্রদান করেছেনঃ
- এম এম ওবায়দুর রাহমান (কমিউনিটি ব্লগার ফোরাম এর সভাপতি। যিনি বাংলাদেশের ঈদের দিনে গ্রামে বাড়ী থেকে টেলিফোনে অংশ নেবেন)।
- আবু জারীর (সৌদী আরবের দাম্মাম থেকে)।
-প্যারিস থেকে আমি (ফ্রান্স এর রাজধানী প্যারিস থেকে)।
অনুষ্ঠানে আগত ব্লগারদের আপ্যায়নের জন্য “মানিকপুর হোটেল” এর সাথে যোগাযোগ করা হয়েছে।
অনুষ্ঠানের আপডেট জানার জন্য অনুষ্ঠান শুরুর আধা ঘন্টা আগ থেকেই টুডে ব্লগে পোষ্ট দেয়া হবে এবং সার্বক্ষণিক সাথে থেকে আপডেট করা হবে।
অনুষ্ঠানের বিস্তারিত বড় পর্দায় দেখতে প্রজেক্টর বসানো হবে।
কাতারের কমিউনিটির বিশিষ্ট জনকে মেহমান হিসাবে দাওয়াত প্রদান করা হবে।
তাহলে আর কি বাকী আছে? মন্তব্যের মাধ্যমে তা জানিয়ে দিতে পারেন আমাদেরকে।
আর হ্যাঁ! আপনি যদি হোন কাতার প্রবাসী ব্লগার, তাহলে আর দেরী না করে বাকপ্রবাসকে জানিয়ে দিনে আপনার সম্পর্কে।
আমাদের সকলের পদচারণাত মুখরিত হোক কাতারের রাজধানীর দোহা সিটির ব্লগার আঙিনা। সবার জন্য শুভ কামনা।
বিষয়: বিবিধ
১৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন